দুই বাংলায় চোরা বিনিময় প্রথা! পশ্চিমবঙ্গের চুরি যাওয়া ফোন চলে যাচ্ছে বাংলাদেশে

বাংলা হান্ট ডেস্ক: ইদানিং আবার ব্যাপক হারে চুরি হচ্ছে মোবাইল (Mobile)। রাস্তাঘাটে অন্ধকার গলিতে পথযাত্রীদের হাত থেকেই ছোঁ মেরে মোবাইল তুলে নিয়ে চম্পট দিচ্ছে ছিনতাইকারী বাইক বাহিনী। কিছুদিন আগে এমনই এক অপ্রত্যাশিত ঘটনার শিকার হয়েছিলেন নদীয়া জেলার বাসিন্দা তুফান বিশ্বাস। কৃষ্ণনগর রেলস্টেশন সংলগ্ন রাস্তা ধরে বাড়ি ফেরার পথে অন্ধকার রাস্তায় তার হাত থেকে মোবাইল তুলে নিয়ে পালিয়ে গিয়েছিল একদল ছিনতাইবাজ।

শুধু এমনই বেশ কিছুদিন ধরেই নদীয়ার বহু জায়গায় মোবাইল ছিনতাই করা হচ্ছে। আশ্চর্যের বিষয় এই সমস্ত মোবাইল সোজা পাচার করা হচ্ছে ওপার বাংলার অর্থাৎ বাংলাদেশে (Bangladesh) নদীয়ার তুফান বিশ্বাসের মোবাইল হারিয়ে যাওয়ার পরেই তিনি রেল পুলিশেমামলা করার পর থেকেই  ধীরে ধীরে প্রকাশ্যে আসতে শুরু করে গোটা বিষয়টি। আসলে মোবাইল হারানোর পরেই  তিনি রেল পুলিশে অভিযোগ করার পাশাপাশি বিশেষ অ্যাপ্লিকেশন ব্যবহার করে আইএমইআই নম্বর দিয়ে চুরি যাওয়া মোবাইলের অবস্থান জানার চেষ্টা করেছিলেন।

কিন্তু কিছুতেই ওই মোবাইলের অবস্থান জানা যাচ্ছিল না। তবে প্রায় ২ মাস কেটে যাওয়ার পর একদিন তিনি ফোনের অবস্থান দেখতে পান বাংলাদেশের মেহেরপুরে। এরপর সঙ্গে সঙ্গে তিনি রেল পুলিশের এবং সাইবার পুলিশের সাইবার সেলে অভিযোগ জানান। কিন্তু পুলিশের তরফে সাফ জানিয়ে দেওয়া হয় বাংলাদেশ থেকে ফোন উদ্ধার করা সম্ভব নয়।

তবে শুধু পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মানুষরাই নয় একই ধরনের অভিজ্ঞতার শিকার বাংলাদেশের ঢাকার বাসিন্দারাও। এইভাবে পরপর একই ধরনের অভিযোগ পাওয়ার পর অবশেষে দুই দেশের বাংলার বাংলার পুলিশ, বিএসএফ থেকে বাংলার বিজিবি এবং ডিবি তদন্তে নেমে ইতিমধ্যেই দুই দেশেরই কয়েকজন ছিনতাইবাজকে গ্রেফতার করেছিলেন।

আরও পড়ুন: খরচ কমবে বহু! পেট্রোলের বিকল্প আবিষ্কার করাই হল কাল! প্রাণ সংশয়ে ভারতে স্মরণ চাইছেন আমেরিকান বিজ্ঞানী

তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, সীমান্ত এলাকা থেকে যেহেতু টাকাপয়সা পার করা ঝুঁকিপূর্ণ হয়ে থাকে তাই তারা মোবাইলের বদলে মোবাইল বদলা বদলি করেই এই চোরা পাচার চক্র চালানো হয়। আসলে ভারতে তৈরি স্মার্টফোনের ব্যাপক চাহিদা রয়েছে বাংলাদেশে। তাই এখান থেকে চুরি করা মোবাইল বাংলাদেশে বেশি দামে বিক্রি করে ব্যাপক লাভ করা হয়।

mobile

বাংলাদেশের ছিনতাইকারীরাও একইভাবে পাচারকারীদের মাধ্যমে ভারতে পৌঁছে দেয় সেই দেশের সাধারণ মানুষের পকেট কেটে চুরি করা মোবাইল। ভারতেও নাকি  বাংলাদেশের বেশ কয়েকটি মোবাইলের ব্যাপক চাহিদা রয়েছে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর