বাংলাদেশি ক্রিকেটার সৌম্য সরকারের বিয়ের অনুষ্ঠানে মোবাইল চুরিকে কেন্দ্র করে ধূমধুমার কান্ড,

বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বাংলাদেশের অলরাউন্ডার সৌম্য সরকার। কিন্তু তার বিবাহ বন্ধন অনুষ্ঠানে ঘটে গেল এক ধুমধুমার কান্ড। সৌম্য সরকারের বিবাহ অনুষ্ঠানের আসর বসেছিল বাংলাদেশের খুলনার অভিজাত ক্লাবে এবং সেই বিবাহ অনুষ্ঠান থেকে এক রাতে সাতটি মোবাইল ফোন চুরি গেল। আর এই ঘটনায় চাঞ্চল্য ফেলে দিয়েছিল পুরো বিবাহ বন্ধন অনুষ্ঠানে।

সৌম‍্য এর বিবাহ বন্ধন অনুষ্ঠানে ব্যাপক আয়োজন করা হয়েছিল কিন্তু সমস্ত আয়োজন ভেস্তে গেল চোরেদের উৎপাতের জন্য। রাত যখন এগারোটা পেরোয় সেই সময় শুরু হয় চরম বিশৃঙ্খলা। মুহুর্তের মধ্যে আনন্দের অনুষ্ঠান পুরোপুরিভাবে ভেস্তে যায়, পরিস্থিতি সামাল দিতে সৌম্য সরকারের পরিবারের তরফে বাংলাদেশ পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। জানা গিয়েছে এই পরিস্থিতিতে সৌম্য সরকারের পরিবারের ওপর হাতাহাতিও হয়েছে।

1378225898b3f6fcbdc84b60b4cd79decd9475c54

সৌমর বিবাহ বন্ধন অনুষ্ঠানে সৌম্য সরকারের বাবা কিশোর মোহন সরকার এছাড়াও তার দুই বন্ধুসহ সৌম্য সরকারের মেজো ভাইয়ের মোবাইল ফোন চুরি যায়। তারপরই সৌম্য সরকারের পরিবারের তরফে ক্লাব কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়। কিন্তু ক্লাব কর্তৃপক্ষ তাদেরকে সাহায্য করার বদলে তাদের সাথে দুর্ব্যবহার করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষের সহায়তায় ঘটনাগুলি ঘটে, সেই কারণে ক্লাব কর্তৃপক্ষ নিজেদের দোষ ঢাকার জন্য উত্তেজনামূলক পরিস্থিতির সৃষ্টি করে।


Udayan Biswas

সম্পর্কিত খবর