বাংলা হান্ট ডেস্ক : ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পথে ‘মোকা’ (Cyclone Mocha)। এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে ঘূর্ণিঝড় হতে পারে বলেই মনে করছে আবহাওয়া দফতর (Weather Office)। সোমবার ঘূর্ণাবর্ত দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর নিম্নচাপে পরিণত হতে পারে। তার পর ক্রমে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে আন্দামানে। মঙ্গলবার ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। বুধবার ৮০ থেকে ৯০ কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে আন্দামানে। সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদেরা প্রায় নিশ্চিত, ঘূর্ণিঝড় হয়ে আছড়ে পড়ছে ‘মোকা’। কিন্তু কোথায়? সেই নিয়ে ধন্দ এখনও কাটেনি। আছড়ে পড়ার সময় তার গতি কত থাকবে, সেই নিয়েও হাওয়া অফিস এখন নিশ্চিত হতে পারেনি। হাওয়া অফিস মনে করছে, অন্ধ্রপ্রদেশে এই ‘মোকা’ আছড়ে পড়ার সম্ভাবনা কম। তা হলে তামিলনাড়ু, ওড়িশা না কি পশ্চিমবঙ্গ, কোথায় আছড়ে পড়তে পারে ‘মোকা’?
মৌসম ভবন জানাচ্ছে, ‘মোকা’ আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা পশ্চিমবঙ্গ কিংবা ওড়িশা। এই দুই রাজ্যের যেখানেই আছড়ে পড়ুক ‘মোকা’, বাকি কিছু রাজ্যেও কিন্তু এর প্রভাব পড়বে। তামিলনাড়ু, কেরল, অন্ধ্রপ্রদেশেও এর প্রভাব পড়তে পারে। মোকা’-র প্রভাবে এই রাজ্যগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।
মোকা’ যেখানে আছড়ে পড়তে পারে, সেই সম্ভাব্য অঞ্চল বিশাল। ওড়িশা থেকে মায়ানমার তার গতিপথের মধ্যে পড়ে। মাঝে রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ। এই বিশাল অঞ্চলের কোথায় ‘মোকা’ তাণ্ডব চালাবে, এখন সে দিকেই নজর আবহবিদদের।
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে, সেটি কলকাতা থেকে ১৪০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। যদি সেই ঘূর্ণাবর্তটি দক্ষিণ মায়ানমারের দিকে এগোতে থাকে, তা হলে তা পশ্চিমবঙ্গ বা ওড়িশায় ঢুকতে খুব বেশি সময় নেবে না।