বাংলা হান্ট ডেস্ক: ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনার আবহেই এবার সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে, পাকিস্তান সংলগ্ন রাজ্যগুলিতে মক ড্রিল (Mock Drill) সম্পন্ন করা হবে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, আগামীকাল সন্ধ্যায় অর্থাৎ ২৯ মে এই মক ড্রিল সম্পন্ন হবে। মূলত, গুজরাট থেকে শুরু করে পাঞ্জাব, রাজস্থান, জম্মু ও কাশ্মীরে নাগরিকদের মক ড্রিলের মাধ্যমে যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবেলায় সচেতন করা হবে।
আগামীকাল ফের মক ড্রিলের (Mock Drill) প্রস্তুতি:
পাশাপাশি জনগণকে সতর্ক থাকারও নির্দেশ দেওয়া হবে। প্রশাসনিক পর্যায়েও মক ড্রিল (Mock Drill) ব্ল্যাক আউট, মল খালি করা ইত্যাদির মতো প্রস্তুতি পর্যালোচনা করা হবে বলে জানা গিয়েছে। জানিয়ে রাখি যে, মক ড্রিল হল এমন একটি অনুশীলন যেখানে আপৎকালীন পরিস্থিতিতে করণীয় জিনিসগুলির অনুশীলন করা হয়।
এর পাশাপাশি মক ড্রিলের (Mock Drill) মাধ্যমে ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্ভাব্য দুর্বলতাও মূল্যায়ন করা হয়। ওই দুর্বলতাগুলিকে প্রতিহত করতে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করার লক্ষ্যেই যুদ্ধকালীন পরিস্থিতিতে যাতে ক্ষয়ক্ষতি এড়ানো যায় এবং নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করা যায় সেই লক্ষ্যেই সম্পন্ন হয় মক ড্রিল।
আরও পড়ুন: বিদেশের মাটিতে বাঙালি স্থপতির দাপট! মার্কিন মুলুকে সফলতার শিখরে উত্তর কলকাতার সৃঞ্জয়
ব্ল্যাক আউটে কী হয়: প্রসঙ্গত উল্লেখ্য যে, যুদ্ধকালীন পরিস্থিতিতে শত্রুর আক্রমণ বা নজরদারি থেকে গুরুত্বপূর্ণ পরিকাঠামো এবং অসামরিক এলাকাগুলিকে আড়াল করার জন্য ব্ল্যাক আউট প্রয়োগ করা হয়। যেখানে সমস্ত রাস্তার বাতি, গৃহস্থালির আলো, গাড়ির হেডলাইট এবং পাবলিক লাইটিং বন্ধ বা ঢেকে দেওয়া হয়। যাতে শহরটি আকাশ থেকে অন্ধকার দেখায়। এর পাশাপাশি জানালায় কালো কাগজ বা পর্দা ব্যবহার করা হয় যাতে আলো বেরোতে না পারে। এটি মক ড্রিলের (Mock Drill) সময়ও অনুশীলন করা হবে।
আরও পড়ুন: “হাঁ” হয়ে দেখল চিন-পাকিস্তান! টাটা গ্রুপের সাথে বিরাট চুক্তি ইউরোপের এই কোম্পানির, ভারতে হবে…..
সম্প্রতি, পাহলগাঁও-তে ঘটা সন্ত্রাসবাদী হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানকে যোগ্য জবাব দিতে গত ৭ মে সফলভাবে “অপারেশন সিঁদুর” সম্পন্ন করে ভারত। ওই অভিযানের ঠিক আগেও দেশে মক ড্রিলের (Mock Drill) আয়োজন করা হয়।
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: