তালিবানদের নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিৎ! আফগানিস্তান ফেরত যুবকের ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ ১৫ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের দিনে আফগানিস্তানের (Afghanistan) রাজধানী কাবুলে দখল জমিয়েছিল তালিবানরা। এরপরই গোটা দেশে তালিবানি শাসন কায়েম হয়। আফগানিস্তানে কট্টরপন্থী ইসলামিক সংগঠনের কবজার পর বিদেশি সহ দেশের নাগরিকদের মধ্যে দেশ ছাড়ার হিড়িক দেখা যায়। অনেক আফগানিরা আবার দেশ ছাড়ার জন্য বিমানের চাকায় নিজেকে আঁকড়ে ধরে বসে। যার জেরে দুজনের মৃত্যুও হয়েছে।

আফগানিস্তানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারের কাজে নেমেছে ভারত সরকার। ইতিমধ্যে বহু ভারতীয়কে উদ্ধারও করা হয়েছে। পাশাপশি বহু আফগান নাগরিকদেরও উদ্ধার করে ভারতে শরণ দিয়েছে কেন্দ্র। আফগানিস্তান থেকে যারাই ভারতে এসেছেন, তাঁরাই তালিবানদের নির্মম অত্যাচারের কাহিনী তুলে ধরেছেন। একজন বাদে।

কলকাতার যুবক তমাল ভট্টাচার্য আফগানিস্তান থেকে ভারতে ফিরে এসে তালিবানদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। তিনি জানিয়েছেন যে, তালিবানরা অনেক ভালো। তালিবানদের সঙ্গে ক্রিকেটও খেলেছেন বলে জানিয়েছেন তমালবাবু। পাশপাশি তিনি এও জানিয়েছেন যে, তালিবানরা ওনাকে ভালোমন্দ খাইয়েছেন।

তমালবাবুর তালিবানের প্রশংসা ভালো ভাবে নেননি কেউই। সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে একের পর এক মিমও ছড়িয়েছে। পাশপাশি বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন তমালবাবুকে তালিবানের প্রশংসা করার জন্য শিক্ষাও দিয়েছেন। আর এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি ভিডিও ভাইরাল (Viral Video) হচ্ছে, যা তমালবাবুর তালিবান প্রশংসাকে কটাক্ষ করে করা হয়েছে।

The Bong Diary নামের ফেসবুক পেজে ওই ভিডিওটি ছাড়া হয়েছে। যেখানে এক যুবক মজার চলে নিজেকে তালিবান ফেরত বলে দাবি করেছেন। পাশপাশি তিনি তমালবাবুকে কটাক্ষ করার জন্য নিজের নাম ‘ছিটাল ভট্টাচার্য” রেখেছেন।

ছিটাল ইন্টারভিউ নামের ওই ভিডিওতে একজন ব্যক্তিকে দেখা গিয়েছে যিনি নিজেকে সাংবাদিক হিসেবে পেশ করেছেন। তিনি ছিটালবাবুকে আফগানিস্তান থেকে ফেরত আসার পর কেমন লাগছে আর সেখানে তাঁর অভিজ্ঞতা কেমন ছিল, তা নিয়ে প্রশ্ন করেছেন। ভিডিওতে ‘ছিটাল” তমালবাবুর মতোই তালিবানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন আর তিনি এও দাবি করেছেন যে, তালিবানদের নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিৎ। সোশ্যাল মিডিয়ায় মজার ছলে করা এই ভিডিও তুমুল হারে ভাইরাল হচ্ছে। দেখুন সেই ভিডিও …

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর