উঠতি মডেলকে দিয়ে জোর করে পর্ন ভিডিও শুট, গ্রেফতার আট জন

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ফের জোর করে পর্ন ভিডিও (porn video) শুট করানোর অভিযোগে সরব মুম্বইয়ের এক উঠতি মডেল (model)। বছর ২১ এর ওই মডেলের অভিযোগ, জোর করে তাঁকে দিয়ে নগ্ন ভিডিও শুট করানো হয়েছে। ওই মডেলের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে এক স্বামী স্ত্রী সহ আরো আট জনকে।

ওই উঠতি মডেল সম্প্রতি অভিযোগ করেন ইয়াসমিন খান নামে এক মহিলা ও তাঁর স্বামী দীপঙ্কর খাসনবিশ জোর করে তাঁকে দিয়ে পর্ন ভিডিও শুট করিয়েছেন। এনার্জি ড্রিঙ্ক খাইয়ে অশ্লীল ভিডিও শুট করতে বাধ‍্য করেছেন তাঁরা, এমনি অভিযোগ তোলেন ওই মডেল। তাঁর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ওই স্বামী স্ত্রীকে। সেই সঙ্গে এই ঘটনায় আরো আটজনকে গ্রেফতার করেছে মুম্বই পুলিস।


কিছুদিন আগেই পর্নোগ্রাফিক ভিডিও শুটিং ও ওয়েবসাইটে আপলোড করার অভিযোগে মুম্বই পুলিসের ক্রাইম ব্রাঞ্চ গ্রেফতার করে অভিনেত্রী গেহানা বশিষ্ঠকে। সংবাদ সংস্থা ANI এর খবর অনুযায়ী, একটি ওয়েবসাইটের জন‍্য পর্ন ভিডিও শুটিং ও আপলোড করার অভিযোগ রয়েছে গেহানার বিরুদ্ধে। এই অভিযোগে মুম্বই পুলিসের ক্রাইম ব্রাঞ্চ শাখার প্রপার্টি সেল তাঁকে গ্রেফতার করে।

সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, পর্ন ওয়েবসাইটটিতে ৮৭টি অশ্লীল ভিডিও আপলোড করেছিলেন গেহানা। উঠতি মডেল ও অভিনেত্রীদের দিয়ে শুটিং করানো হত এইসব অশ্লীল ভিডিও গুলি। তারপর তা ওয়েবসাইটে আপলোড করতেন গেহানা। ২ হাজার টাকা দিয়ে ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করতে হতো বলে জানা গিয়েছে।

এর আগে ২০১৯ সালে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন গেহানা। ভয়াবহ কার্ডিয়াক অ্যারেস্টের থেকে বেঁচেছিলেন তিনি সেবার। মুম্বইয়ের মাধ দ্বীপে একটি ওয়েব সিরিজের শুটিং করছিলেন তিনি। সেটেই হঠাৎ অজ্ঞান হয়ে যান গেহানা। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, সম্ভবত ওষুধের সঙ্গে এনার্জি ড্রিঙ্ক পান করায় এমন হয়েছে।

তবে গেহানাকে গ্রেফতার করার পর মুখ খোলে তাঁর টিম। গেহানার সঙ্গে বেশি কঠোর না হওয়ার আবেদন করা হয় পুলিসকে। গত বছরেও কয়েকবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন গেহানা। তাই তাঁর উপর যেন বেশি অত‍্যাচার না করা হয় এমনি আবেদন জানানো হয় পুলিসকে। তবে গেহানার টিমের দাবি, তারা ইরোটিকা ভিডিও শুট করছিলেন। তা পর্ন ভিডিওর সঙ্গে গুলিয়ে ফেলেছে পুলিস।

সম্পর্কিত খবর

X