জলকে চা-এ পরিণত করেন কেনিয়ার ‘আধুনিক যিশু’! এবার তাঁকে ক্রুশে চড়াবার তোরজোড় এলাকাবাসীর

বাংলা হান্ট ডেস্ক : ২২ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ গোটা বিশ্বের খ্রিস্টান সমাজ ‘লেন্ট সিজন’ পালন করছে। মনে করা হয়, এই সময়ের মধ্যেই ঈশ্বরপুত্র যিশু খ্রিস্টকে (Jesus Christ) ক্রুশ বিদ্ধ করে হত্যা করা হয়। ৩ দিন পর আবার তিনি জীবিত ফিরে আসেন। এই ঘটনাকে স্মরণ করেই এই সময়কালে খ্রিস্টান সমাজ উপবাস করে। এরই মধ্যে প্রকাশ্যে আসছে আরও এক চঞ্চল্যকর ঘটনা।

সম্প্রতি কেনিয়ার এক ব্যক্তির দানি তিনি নাকি যিশু খ্রিস্ট। সে দেশের বুঙ্গোমার টোংগরেন এলাকার বাসিন্দা। ওই ব্যক্তির নাম ইলিউড সিমিয়ু। ইলিউড নাকি অদ্ভুত অদ্ভুত কাজকর্ম করে মানুষকে চমকে দিচ্ছেন। আর পরই তাঁর দাবি ‘আমিই যিশু’।

ইলিউডের দাবি শুনে বেশ উৎসাহিত এলাকার মানুষ জন। তাঁরা প্রশ্ন করেন, ‘যিশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়। ঘটনার ৩ দিন পর তিনি আবার জীবিত ফিরে আসেন। তাহলে কি ইলিউডও একবার ক্রিশবিদ্ধ হয়ে দেখবেন?’ প্রসঙ্গত, যিশুর জন্ম, মৃত্যু, পুর্নজীবন সম্পর্কে পরিষ্কার করে লেখা রয়েছে বাইবেলে।

jesus

ইস্টার যতই এগিয়ে আসছে, ততই ভয়ে কাঁপছে কেনিয়ার এই আধুনিক যিশু। ইস্টারের দিনই যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়। প্রশাসনের কাছে খবর রয়েছে একদল গোঁড়া খ্রওস্টান পরিকল্পনা করেছে যিশুর মতই ইলিউডকে ক্রুশে ঝূলিয়ে দেওয়া হবে। এই খবর শোনার পর থেকেই আতঙ্কে ভুগছেন ওই ব্যক্তি।

এলাকার মানুষের দাবি এই বিষয় নিয়ে একেবারেই চিন্তা করার দরকার নেই। ইলিউড তো একজন মসীহা। তাঁকে ক্রুশবিদ্ধ করে হত্যা করলেও, ৩ দিন পরই তো তিনি ফিরে আসবেন। তার পর আবারও চলে যাবেন স্বর্গে। জানা যাচ্ছে, নিজের ক্ষমতা প্রয়োগ করে নাকি ইলিউড জল কে চায়ে পরিণত করতে পারেন। তবে আপাতত তিনি চিন্তিত নিজের প্রাণ নিয়েই।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর