মোদীর আমেরিকা সফর নয়! মোদীর জনপ্রিয়তার উচ্ছাসে যেন মনে হচ্ছে ভারতেরই কোন রাজ্যে

 

বাংলা হান্ট ডেস্ক:  মার্কিন প্রেসিডেন্ট সেদিন শুধু উপস্থিত থাকবেন না তিনি হৃদয় পূর্ণভাবে মোদির পাশে দাঁড়াবেন। একদিকে যখন ইরাক ইরান সৌদি আরব নিয়ে বিশ্ববাজারে তেলের বাজারে দাম আবার বাড়ছে, তখন আন্তর্জাতিক পরিস্থিতিতে ভারতের পাশে দাঁড়িয়েছে আমেরিকা রাষ্ট্রসঙ্ঘের বিষয় হোক বা ভারতীয় ভোট প্রচার এই আমেরিকা যুক্তরাষ্ট্রের ভূমিকা ভারতের ইতিহাস তথা ভৌগোলিক মানচিত্রে এবং রাজনৈতিক ইতিহাসে এক অন্যতম ভূমিকা পালন করেছে বারবার।

এবার ফের দ্বিতীয় বার মোদি প্রধানমন্ত্রী হবার পর প্রথম আমেরিকা সফরে যাচ্ছেন তিনি।

আগামী ২২ সেপ্টেম্বর হিউস্টনে ‘হাউডি মোদী’ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইভেন্টে  ট্রাম্পের যোগ দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী অন্তত ৫০ হাজার ভারতীয় ওই অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

narendra modi 2 2

সমাবেশে উপস্থিত প্রবাসী ভারতীয়দের কাছে মোদী এক আন্তর্জাতিক নেতা। তাদের কাছে এই সম্মেলনে এক বিশাল ইতিহাসের সামনাসামনি দাঁড় করাবে বলে তারা মনে করেন। এর আগে যতবার মোদী সেই সম্মেলনে উপস্থিত হয়েছেন তখনই তাদের জন্য ঝুড়ি ভরে নিয়ে গিয়েছেন বিভিন্ন উপহার ও প্রতিশ্রুতি। প্রতিশ্রুতি তিনি রক্ষা করেছেন এবার তাকে নিয়ে উচ্ছ্বাস প্রবল আমেরিকার প্রবাসী ভারতীয়দের মধ্যে।

ইতিমধ্যেই টিকিট বুকিং এর ক্ষেত্রে প্রায় হাউসফুল হয়ে গিয়েছে। উত্তেজনার পারদ এতটাই বেড়েছে যে ওয়েটিং লিস্টে থাকতে হয়েছে অনেককে

সম্পর্কিত খবর