মোদী শাহর কূটনীতিক চালে পা পাকিস্তানের, নিজের পায়ে নিজেই কুড়োল মারলো ইমরান খান

Published On:

 

বাংলা হান্ট ডেস্কঃ ফের মোদী শাহর কূটনৈতিক চালে পা পাকিস্তানের।কাশ্মীরকে ভারতের রাজ্য হিসেবে ঘোষণা করার পর থেকে এমনেতেই যথেষ্ট চাপে পাকিস্তান। বলা বাহুল্য মোদীর চাপে রিতীমত ভয়ে পেয়ে সংবিধানের ৩৭০ নম্বর ধারা বাতিলের পর ৩ পদক্ষেপ নেন ইমরান খান।

বিধানের ৩৭৯ নম্বর ধারা বাতিলের পর নড়েচড়ে বসেছে পাকিস্তান। আজ জাতীয় নিরাপত্তা কমিটি কে নিয়ে বৈঠক সারেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। সেখানে ভারতকে চাপে ফেলতে পদক্ষেপ নেন পাক প্রধানমন্ত্রী।

১)ভারতের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক ভালো না রাখা

২) দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বন্ধ করা

৩)দু’দেশের মধ্যে চুক্তি গুলি পুনরায় পর্যালোচনা করা

ইমরান খানের এই পদক্ষেপে আদতে পাকিস্তানের ক্ষতি হবে তা মনে করছে রাজনৈতিক মহল থেকে শুরু করে গেরুয়া শিবির। অর্থাৎ মোদী শাহর কূটনীতিক চালে চা দিয়ে দিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

X