জমজমাট আহমেদাবাদ টেস্ট! মোদী ও অজি প্রধানমন্ত্রীর হাত থেকে বিশেষ উপহার পেলেন স্মিথ ও রোহিত

বাংলা হান্ট নিউজ ডেস্ক: পূর্ব পরিকল্পনা মতোই ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচে আহমেদাবাদে নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবিনেজকে (Anthony Albanese) নিয়ে গলফ কার্টে চেপে ঘুরলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। উপস্থিত প্রায় ১ লক্ষ জনতা করতালি দিয়ে বরণ করে নিলো তাদের। এর আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে বিশেষ উপহার দিয়ে বরণ করে নেন বিসিসিআইয়ের (BCCI) বর্তমান সভাপতি রজার বিনি (Roger Binny)।

ওই বিশেষ উপহারটি ছিল আলবিনেজেরই একটি ছবি কারুকার্য করা ফ্রেমের ভিতর আটকানো। এরপর বিসিসিআই সচিব জয় শাহ একই রকম সাম্মানিক দিয়ে বরণ করে দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। গোটা ব্যাপারটা সম্পন্ন হয় রবি শাস্ত্রীর সঞ্চালনায়। এরপর দুই দলের অধিনায়কের সঙ্গে দেখা করে দুই দেশের প্রধানমন্ত্রী। জাতীয় সঙ্গীতে বিরাট কোহলিদের সাথে গলাও মিলিয়েছেন মোদী।

আলবিনেজ এই দেশে পা রেখেছেন ভারত-অস্ট্রেলিয়া শীর্ষ সম্মেলনে অংশ নিতে যা ১১ই মার্চ পর্যন্ত চলবে। ২০২২ সালের মে মাসে লেবার পার্টি সরকার ক্ষমতায় আসার পর এটি তার প্রথম দ্বিপাক্ষিক ভারত সফর। তার এই সফরের উদ্দেশ্যে হলো দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করা।

নরেন্দ্র মোদী, রোহিত শর্মার হাতে ব্যাগি ব্লু টেস্ট ক্যাপ তুলে দেন। একই রকম ভাবে অ্যান্থনি আলবিনেজ স্টিভ স্মিথের হাতে তুলে দেন ব্যাগি গ্রিন টুপি। এরপর দুই অধিনায়ক অপর দেশের রাষ্ট্রনায়কের সাথে করমর্দন করেন এবং শেষে তাদের চারজনকে একসাথে ছবি তুলতেও দেখা গিয়েছে।

এরপর অবশ্য টসে জেতেন অধিনায়ক স্টিভ স্মিথ। পরিসংখ্যান বলছে এখনো পর্যন্ত এই সিরিজে টসে জেতা কোনও অধিনায়ক ম্যাচ জিততে পারেননি। আহমেদাবাদ পিচ বাকি তিনটি টেস্ট ম্যাচের পিচের মতো প্রথম দিন থেকেই স্পিনারদের সাহায্য করবে না এমনটা আশা করা হচ্ছে। আপাতত টস দিতে প্রথমে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া।

ভারতীয় দলে হয়েছে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। মহম্মদ সিরাজের বদলে দলে ফিরেছেন মহম্মদ শামি। গত ম্যাচের দুর্দান্ত ফার্স্ট বোলিং করা উমেশ যাদবের সঙ্গে জুটি বাধঁছেন তিনি। প্রতিবেদনটি লেখার সময় ৯ ওভার খেলা গড়িয়েছে এবং অস্ট্রেলিয়া কোন উইকেট না ঘুরিয়ে ৩০ রান তুলেছে।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর