মোদীর চাপে ইমরানের শান্তিবার্তা, মানতে না রাজ ভারত

বাংলাHunt :১৪ই ফেব্রুয়ারি কাশ্মীরের পুললামা ভারতীয় সৈন্যদের উপর আঘাত এনেছিল পাকিস্তানের জঙ্গি সংগঠন। তার পাল্টা হিসেবে ভারত সার্জিক্যাল স্ট্রাইক করে পাকিস্তানের জঙ্গিগোষ্ঠীকে ধ্বংস করেছিল এবং ভারত চরম হুঁশিয়ারি দিয়েছিল। পাকিস্তানের সাথে কোন রকম আলোচনার রাস্তায় হাঁটবেন না। ইতিমধ্যে রাষ্ট্রসঙ্ঘের চাপে মাসুদ আজহার কে জঙ্গি তকমা দেওয়া হয়েছে।

ফলে দ্বিতীয়বার মোদী ক্ষমতায় আসার পর আরও শক্তিশালী হয়েছে ভারত সরকার, কারণ দ্বিতীয়বারের জন্য মরতে বসেছে নরেন্দ্র মোদী। সারা বিশ্বের কাছে কার্যত কোণঠাসা পাকিস্তান।

গতকাল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন তারা ভারতের সাথে শান্তি এবং আলোচনার রাস্তায় বসতে চায় কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে।

4f0cb screenshot 20190614 173836

ভারত সরকার জানিয়েছে যতক্ষণ পর্যন্ত জঙ্গি আক্রমন ধ্বংস না করবে পাকিস্তানের সাথে ততক্ষণ পর্যন্ত কোন রকম আলোচনার টেবিলে বসতে নারাজ ভারত।

সম্পর্কিত খবর