বিশ্বের দরবারে রাষ্ট্রপতির সাথে তার সখ্যতা ফের প্রমাণ করে দিলেন নরেন্দ্র মোদী

Published On:

 

অমিত সরকার;বিভিন্ন সময় অটল জির সাথে নরেন্দ্র মোদির বহু চিত্র প্রকাশিত হয়েছে। যা জনগণ তথা ভারতের সংবাদ শিরোনামে এক জায়গা করে নিয়েছে। তেমনই এক ছবি প্রকাশ ঘিরে এক বিশেষ ইতিহাস এর মুহূর্তকে সাক্ষী করে রাখতে চলেছেন নরেন্দ্র মোদি।

এর আগে, যৌথ সংবাদ সম্মেলনের সময় প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে ভ্লাদিভোস্টকে আসা আমার পক্ষে সম্মানের বিষয়। আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি আমার বন্ধু রাষ্ট্রপতি পুতিনকে ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন যে আজ ভারত ও রাশিয়ার মধ্যে বিশতম শীর্ষ সম্মেলন। যখন প্রথম শীর্ষ সম্মেলন হয়েছিল, আমি গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে অটল বিহারী বাজপেয়ীর সাথে এখানে এসেছি এবং তখনও ভ্লাদিমির পুতিন রাষ্ট্রপতি ছিলেন।


এর আগেও তিনি বহুবার রাশিয়ার প্রধানের সাথে নিজের সম্পর্কের এক বিশেষ দিক তুলে ধরেছিলেন। এবারও তিনি সেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের দিকগুলো তুলে ধরলেন। বিশ্বের দরবারে রাষ্ট্রপতির সাথে তার সখ্যতা তা আবার প্রমাণ করে দিলেন নরেন্দ্র মোদি।

 

X