মোদীকে হুঁশিয়ারি ট্রাম্পের

বাংলা হান্ট ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন বলে জানা গিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠকের আগেই ভারতের উদ্দেশ্যে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন। চড়া শুল্ক নিয়ে ভারত ভারতের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
d740e images 12 4
ভারত ও মার্কিন অর্থনৈতিক সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই অসন্তোষ প্রকাশ করছেন ট্রাম্প।
এমন কি ভারতকে শুল্কের রাজা বলেও কটাক্ষ করেছেন।

উল্লেখ্য নরেন্দ্র মোদী ইতিমধ্যেই যে কোন সম্মেলনে যোগ দেওয়ার জন্য জাপানে পৌঁছে গিয়েছেন এই সম্মেলনের ফাঁকে এই হবে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক বৈঠক। ধারণা করা হচ্ছে সে বৈঠকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের প্রধানমন্ত্রীর শুল্ক নিয়ে আলোচনা হতে পারে।

সম্পর্কিত খবর