মাসে ৪ হাজার, স্বাস্থ্য পরিষেবায় ৫ লাখ টাকা! করোনায় অনাথ হওয়া শিশুদের জন্য বড় ঘোষণা মোদীর

বাংলাহান্ট ডেস্ক : এবার করোনা মহামারীতে বাবা-মাকে হারানো শিশুদের জন্য বিশেষ প্রকল্প চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পিএম কেয়ারস ফর চিলড্রেন স্কিমের অধীনে এই সমস্ত অনাথ শিশুদের সাহায্য করা হবে। এদিন এই অনুষ্ঠানটিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানেই পিএম কেয়ারস ফর চিলড্রেন প্রকল্পের পাসবুক সহ আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার ভার্চুয়াল স্বাস্থ্য কার্ডও বিতরণ করার কথা ঘোষণা করেন তিনি।

এই অনুষ্ঠানে যোগ দিয়ে প্রকল্পটি উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আমি জানি যে করোনার কারণে যাঁরা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের জীবনে এই পরিবর্তন কতটা কঠিন। প্রতিদিনের সংগ্রাম। যে শিশুরা আজ আমাদের সঙ্গে এখানে আছে, যাদের জন্য এই অনুষ্ঠান হচ্ছে তাদের কষ্ট ভাষায় প্রকাশ করা কঠিন।’

এই প্রকল্পের আওতায় যদি কোনও শিশুর পরবর্তীতে কোনও পেশাদার কোর্স এবং উচ্চ শিক্ষার জন্য ঋণের প্রয়োজন হয়, তবে সেখানেও সাহায্য মিলবে পিএম কেয়ারস ফান্ডের। প্রয়োজনে ৫ লক্ষ টাকা অবধি পাওয়া যাবে বিনামূল্যে চিকিৎসা পরিষেবাও। এছাড়াও অন্যান্য দৈনন্দিন প্রয়োজনের জন্য প্রতি মাসে ৪ হাজার টাকার ব্যবস্থা করা হবে মহামারীতে বাবা অথবা মা অথবা উভয়কেই হারানো শিশুদের জন্য।

এদিন প্রধানমন্ত্রী মোদী আরও বলেন ‘যে ৮ বছর আগেও দেশকে একটি কঠিন পরিস্থিতি থেকে বের করে আনা হয়েছিল। আজ যখন আমাদের সরকার ৮ বছর পূর্ণ করছে, তখন দেশের আস্থা, দেশবাসীর নিজের প্রতি আস্থা নজিরবিহীন। দুর্নীতি, হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারি, স্বজনপ্রীতি, দেশজুড়ে ছড়িয়ে থাকা সন্ত্রাসী সংগঠন, আঞ্চলিক বৈষম্য, ২০১৪ সালের আগে দেশ যে দুষ্টচক্রে আটকা পড়েছিল তা থেকে ক্রমশই বেরিয়ে আসছে। প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে আমাদের সরকার দরিদ্রদের অধিকার নিশ্চিত করেছে। এখন দরিদ্ররা আত্মবিশ্বাসী যে তারা সরকারের প্রকল্পের সুবিধা পাবে। এই আস্থা বাড়াতে আমাদের সরকার এখন গোটা দেশে ক্ষমতায়নের লক্ষ্যে এগোচ্ছে।’

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর