মোদি বলিউডকে বললেন “ফের কাশ্মীরে শুটিং করুন”

বাংলা হান্ট ডেস্ক:ভূস্বর্গ কাশ্মীর বরাবরই ভারতীয় পরিচালকদের শুটিং লোকেশন হিসেবে পছন্দের তালিকায় শীর্ষে থাকে। একদিকে তুষারাবৃত পাহাড়-উপত্যকা। আর অন্যদিকে, পাহাড়ের গায়ে সবুজ মাদুর বিছানোর মতো সারি সারি পাইন, ফারের সমারোহ। প্রকৃতি যেন ঢেলে সাজিয়েছে ভূখণ্ডের এই অংশকে। ছবির নামানুসারেও কাশ্মীরে রয়েছে আস্ত একখানা উপত্যকা। যার নাম ‘বেতাব ভ্যালি’। কাশ্মীরের এই প্রাকৃতিক সৌন্দর্য সৌন্দর্যের জন্যই বলিউড এবং দক্ষিণী ছবিগুলি শুটিং হচ্ছিল। কিন্তু ৩৭০ এবং ৩৫এ ধারা বাতিলের জেরে কাশ্মীরে বাতিল হল এই ছবিগুলি। কারণ, ভূস্বর্গের অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে উপত্যকায় শুটিং করতে নারাজ সকলেই। ছবির নির্মাতারা এখন তড়িঘড়ি করেই শিডিউল বদলাতে হয়েছে।

তবে বৃহস্পতিবার সন্ধেবেলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশ্বস্ত করে দেশের আঞ্চলিক তথা বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে বলেন,”কাশ্মীরে ফের ছবির শুটিং হবে,বেশি করে কাশ্মীরে শুটিং করুক আঞ্চলিক চলচ্চিত্র জগতের প্রযোজক, পরিচালকরা”৷ জম্মু ও কাশ্মীরের ঘন ঘন অস্থির পরিস্থিতির জন্য অনেক প্রযোজক-পরিচালকরাই তাঁদের শুটিং শিডিউল থেকে কাশ্মীরকে বাদ দিয়ে দেন তাই তিনি বলেছে শুটিং করতে।কাশ্মীর বিশ্বের সেরা পর্যটন গন্তব্যগুলির তালিকায় শীর্ষে নাম লেখাতে পারে। তার জন্য প্রয়োজন দেশবাসীর সাহায্য। কাশ্মীরে আরও বেশি করে ছবির শুটিং করলে পর্যটন ব্যবসায় লাভ হবে। পর্যটন সংস্থায় উন্নতি হলে যথারীতি কর্মসংস্থান আরও বাড়বে। মোদির কথায়, “একদিন হলিউড ছবির শুটিং ডেস্টিনেশনের তালিকাতেও ঠাঁই পাবে কাশ্মীর।”

সম্প্রতি, আলিয়া ভাট অভিনীত ‘সড়ক ২’ ছবির শিডিউলও বাতিল হয়েছে ৩৭০ ধারা বাতিলের জেরে। বদলে পরিচালক মহেশ ভাট লোকেশন হিসেবে বেছে নিয়েছেন মুসৌরি এবং উটিকে। এর আগেও বহুবার জঙ্গি হামলা এবং বিভিন্ন কারণে কাশ্মীরের বদলে শুটিংয়ের জন্য বেছে নেওয়া হয়েছিল কুলু-মানালির মতো শৈলশহরকে।


সম্পর্কিত খবর