মিষ্টি রাজনীতি! দিদির ‘মিহিদানা’ পছন্দ হচ্ছে না, তাই এত তিক্ততা ? মমতাকে কটাক্ষ মোদীর

বাংলাহান্ট ডেস্কঃ রাজ্যে মিটেছে চার দফার ভোট পর্ব। বাকি আরও চারটি দফা। তার নির্বাচনী প্রচারে তৃণমূল-বিজেপি কেউ কাউকে এক জমি ছাড়তে নারাজ। সেই মত আজ ফের রাজ্যে এসেছেন মোদী। অন্যদিকে পরপর তিনটি জনসভা রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়েরও। আর সেই সব জনসভা থেকে একে ওপরকে লাগাতার আক্রমণ করে চলেছেন মোদী-মমতা।

এদিন রানাঘাটের (Ranaghat) জনসভা থেকে রাজ্য বিজেপি নেতৃত্বদের করা শীতলকুচি গুলি কাণ্ড নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্যকে হাতিয়ার করলেন মমতা। এদিন তিনি বলেন, ‘বাংলাকে বহিরাগত গুণ্ডাদের হাতে দেব না। বাংলাকে উত্তরপ্রদেশ-গুজরাত হতে দেব না। বিজেপি মনে করে রাজনীতি মানে গুলি চালানো। রাজনীতি মানে ভোটের লাইনে গুলি চালানো নয়’। এমনকি তিনি এও বলেন ‘শীতলকুচির ঘটনার তদন্ত করবই, আসল ঘটনা বের করব।’

WB Election 2021: Mamata Banerjee addresses TMC rally in Ranaghat dgtl - Anandabazar

এদিন সেই বিতর্কিত মন্তব্যের রেশ টেনে তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee) বলেন, ‘কেউ কেউ বলছে গুলি চালিয়ে দাও, কেউ কেউ বলছে আটজনকে গুলি করা উচিত ছিল। এই সব নেতাদের ব্যান করা উচিত’। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) নিশানা করে মমতা বলেন, ‘পুরোটার প্ল্যানিং করেছেন অমিত শাহ (Amit Shah)। আর গুলি চালনোর পর ক্লিনচিট দেওয়া প্রধানমন্ত্রীর শোভা পায় না’। উল্লেখ্য, বিজেপির তরফে ‘বাহিনী ঘেরাও’ মন্তব্যকেই উস্কানি বলে তুলে ধরে গুলিকাণ্ডে মমতাকে কাঠগড়য় তোলা হয়। তেমনই পাল্টা তৃণমূলের তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের চক্রান্তের অভিযোগ তোলে হয়।

অন্যদিকে বঙ্গে প্রচারে এসে মোদীর মুখে ‘দিদি ও দিদি’ সংলাপ এখন জনপ্রিয়তার শিখরে। এবার মমতার এই রাগের প্রসঙ্গ টেনে এনে এদিন বর্ধমানের (Bardhaman) জনসভা থেকে মোদী বললেন, ‘শুনেছি বর্ধমানের মিহিদানা বিখ্যাত। সেই জন্যই বর্ধমানের মানুষ এত মিষ্টি।’ সেখানেই রসিকতার ছলে মমতার রাগ নিয়ে কটাক্ষ করেন মোদী। তিনি বলেন, ‘ দিদি আপনার কি মিহিদানা পছন্দ নয় ? এত তিক্ততা কেন ?

এখানেই থেমে না থেকে মোদী শাহরুখ খানের সিনেমার ডাইলগ আওড়ে মমতাকে বিঁধতে উদ্যত হন। এদিন তিনি বলেন, ‘দিদি এত রাগ কেন আপনার ? আর রাগ যদি করতে হয় আমার উপর করুন। ম্যায় হু না’। এরপরই সভায় উপস্থিত জনতারা করতালিতে ফেটে পড়েন। ভোটের প্রচারে এমন হিন্দি ছবির সংলাপ ব্যবহার মোদীর বঙ্গ প্রচার অভিধানে নয়া সংযোজন।


সম্পর্কিত খবর