বাংলা হান্ট ডেস্কঃ এদিন হু গ্লোবাল সেন্টার ফর ট্রেডিশনাল মেডিসিন বা জিসিটিএম-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের পরম্পরাগত চিকিৎসা পদ্ধতি এবং ঔষধ বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য এই অনুষ্ঠান আয়োজন করা হয়। ভারতবর্ষের পরম্পরাগত চিকিৎসার যে পদ্ধতি যুগ যুগ ধরে চলে আসছে, তা যাতে আরো বৃদ্ধি পায় এবং প্রযুক্তির দিক থেকে আরও উন্নতি সাধন করা যায়, সেই উদ্দেশ্যেই এই বৈঠক করা হয়।
এ প্রসঙ্গে আয়ুষ মন্ত্রকের এক কর্তা জানান, “এই অনুষ্ঠান আমাদের আয়ুষ বিভাগের জন্য একটি মাইলফলক বলা যায়। আমাদের দেশের ভেষজ এবং আয়ুর্বেদিক প্রসঙ্গ এই বৈঠকের মাধ্যমে বিশ্বের মার্কেটে পরিচিতি লাভ করবে।”
সূত্রের খবর, ভুটানের প্রধানমন্ত্রী এবং নেপালের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানে যোগদান করেন। এছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন। এদিন এই অনুষ্ঠানের সূচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “গুজরাট সফরে এসে আমি গত 1-2 ঘন্টায় বিভিন্ন প্রান্তে পৌঁছেছি এবং এর মাঝে ডেয়ারি সেক্টর ও পশুপালন এর সাথে যুক্ত আমার বোনেদের সাথে সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত কথাবার্তা হয়েছে। এই সময় তাদের তরফ থেকে আমাকে যে সকল তথ্য দেয়া হয়েছে, তা দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি।” এছাড়াও দেশে গ্রামীণ অর্থনীতি থেকে শুরু করে মহিলাদের কার্যক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত করার মত বিষয়গুলি যে বর্তমানে সরকারের নজরে রয়েছে, সে বিষয়ে এদিন জানান তিনি।
আলু এবং দুধের সম্পর্ক নিয়ে এদিন মোদি বলেন, “দুধের সঙ্গে আলুর কোনরকম সম্পর্ক নেই। কিন্তু বনস ডেয়ারি এদের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে। দুধ, দই, বাটারমিল্ক থেকে পনির, বার্গার ও প্যাটিস-এর মত খাদ্য দ্রব্য গুলির উৎপাদনের মাধ্যমে বনস ডেয়ারি বর্তমানে কৃষকদের সমৃদ্ধ করে চলেছে।” তিনি আরো বলেন, “এখানে একটি বায়ো-সিএনজি প্লান্ট উদ্বোধন করা হয়েছে এবং চারটি গোবর গ্যাস প্লান্টের শিল্যান্যাস করা হয়েছে। ভবিষ্যতে সারাদেশে এরকম অনেক প্লান্ট স্থাপন করতে চলেছে এই বনস ডেয়ারি। বর্তমানে গোবর থেকে বায়ো সিএনজি এবং বিদ্যুতের মতো একাধিক জিনিস তৈরি করা হচ্ছে। ফলে সেই গোবর থেকে আবার চাষীরাও ভালো অর্থ পাচ্ছেন, যা ভবিষ্যতে আমাদের দেশকে আরও সমৃদ্ধ করতে চলেছে।”
#WATCH | WHO Director-General Dr Tedros Adhanom Ghebreyesus greets the public in Gujarati during the inaugural ceremony of the WHO-Global Centre for Traditional Medicine in Jamnagar. pic.twitter.com/Mexd6RUXLw
— ANI (@ANI) April 19, 2022
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ডঃ টেড্রোস আধানম ঘেব্রেইয়েসুস এই উপলক্ষে গুজরাটি ভাষায় জনসাধারণকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘WHO-Global Center for Traditional Medicine’ কোনো কাকতালীয় ঘটনা নয়। আমার ভারতীয় শিক্ষকরা আমাকে ঐতিহ্যগত চিকিৎসা সম্পর্কে ভালভাবে শিখিয়েছেন এবং আমি তাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ।