কেবল সেনা নয়, সেনাদের পরিবারের কথাও ভাবছে মোদি সরকার! আসতে চলেছে নতুন নিয়ম

বাংলা হান্ট ডেস্ক :  বৈচিত্র্যময় মানব সভ্যতার ইতিহাস। তার প্রতিটি পাতা মানুষের জীবনের উত্থান পতনের কাহিনীতে সমৃদ্ধ। কিন্তু মহাকালের ইতিহাস গতি নিয়ন্ত্রণ আরে গতিকে নিয়ন্ত্রন করে সেনাদের একাংশ। কোন দেশের সার্বভৌমত্ব নির্ভর করে সে সেনাদের দক্ষতার উপরে।

সেনা জওয়ানদের কথা মাথায় রেখে বড় ঘোষণা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।সেনট্রাল আর্মড পুলিশ ফোর্সের ডিরেক্টর জেনারেল এবং অসম রাইফেলস প্রতিটি জওয়ানের পোস্টিংয়ের যাবতীয় তথ্য অবিলম্বে ডিজিটাইজ করার নির্দেশ দেন অমিত শাহ। রাষ্ট্রের উৎপত্তি এবং সভ্যতার সূচনা লগ্ন থেকে রাজতন্ত্র কথাটি প্রচলিত। সেই অর্থে গণতন্ত্র শব্দ অপেক্ষাকৃত অর্বাচীন। মানুষের পৃথিবীতে কেউ কারো দাস নয়। গণতন্ত্র মানুষের রক্ষাকবচ হিসেবে তাই আধুনিক পৃথিবীতে স্থায়ী আসন লাভ করেছে।

IMG 20191019 WA0100

এর ফলে প্রতি জওয়ান বছরে অন্তত ১০০ দিন পরিবারের সঙ্গে কাটাতে পারবেন। যদিও এইমুহুর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষথেকে অবিলম্বে ডিজিটাইজ করতে বিএসএফ, সিআরপিএফ,আইটিবিপি, এনএসজি, এসএসবি, সিআইএসএফ এবং অসম রাইফেলস  কাছে লিখিত নির্দেশ দেওয়া হয়েছে। দেখার বিষয় সংগ্রামী মানুষের এই জয় নিঃসন্দেহে মানব সভ্যতার ইতিহাসে গৌরবজ্জ্বল নতুন অধ্যায় সৃষ্টি করবে।

সম্পর্কিত খবর