বড়ো খবর: এবার চালু হবে PM Wi-Fi, দেশে এক কোটি ডেটা সেন্টার তৈরি করবে কেন্দ্র

বাংলা হান্ট ডেস্ক: কৃষি বিল নিয়ে কৃষক বিদ্রোহের মাঝেই বুধবার বৈঠকে বসলেন কেন্দ্রীয় মন্ত্রীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) নেতৃত্বে আজ বৈঠক করেন প্রকাশ জাভরেকর , রবিশঙ্কর প্রসাদ ও সন্তোষ গাঙ্গোয়ার । বৈঠক শেষে রবিশঙ্কর প্রসাদ জানান, সারা দেশে ফ্রি’তে ইন্টারনেট পরিষেবা দেওয়া হবে। এই কারণে মোট এক কোটি ডেটা সেন্টার গড়ে তোলা হবে। এই প্রকল্পের নাম হবে পিএম ওয়াই-ফাই।

এই প্রকল্পের অধীনে পাবলিক ডেটা অফিস খোলা হবে, এর জন্য কোনও লাইসেন্স লাগবে না। মাত্র সাত দিনের মধ্যে ডেটা অফিস গড়তে, ডেটা এগ্রিগেটর ও অ্যাপ সিস্টেম তৈরি করতে যাবতীয় সম্মতি সরকার দিয়ে দেবে। এমনকি লক্ষদ্বীপেও ফাইবার কেবলের মাধ্যমে এই ওয়াইফাই কানেক্টিভিটি থাকবে।

a screen shot of a television

কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার জানান, আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে ২০২৩ সালের মধ্যে সারা ভারতে এই ফ্রি ওয়াইফাই ব্যবস্থা গড়ে তোলা হবে। এর জন্য ২২ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর ফলে ৫৮.৫ লক্ষ কর্মচারী উপকৃত হবেন। এছাড়া ১০০০ এর বেশি কর্মচারী রয়েছে এমন কোম্পানিতে কর্মচারীদের ইপিএফের ২৪ শতাংশ সরকার দেবে। তাঁর দাবি, নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে দেশে সংগঠিত ক্ষেত্রে ৬ কোটি মানুষ কাজ করতেন। এখন তা বেড়ে ১০ কোটি হয়েছে।

সম্পর্কিত খবর