মোদী সরকারের দারুন পদক্ষেপ!মাত্র সাত দিনে মিশর ও তুরস্ক থেকে ২১ হাজার টন পেঁয়াজ আনছে কেন্দ্র

Published On:

বাংলা হান্ট ডেস্ক :উফ, পেঁয়াজের ঝাঁঝে যেন নাভিঃশ্বাস হয়ে ওঠার জোড়ার দেশবাসীর। যেভাবে দাম বাড়ছে তার থেকে বড় সুযোগ নিচ্ছে ব্যবসায়ীরা। লাগাতার হারে পেঁয়াজ বিক্রির সঙ্গে সঙ্গে যেমন পারছে দর হাঁকাচ্ছে খুচরো ও পাইকারী ব্যবসায়ীরা।দেশে পেঁয়াজের আমদানি ও জোগান নেই বলেই এত আকাল। তাই পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে কেন্দ্র। কেন্দ্রের তরফে পেঁয়াজের সরবরাহ নিয়ে মন্ত্রীসভার বৈঠকে একটি আলচনাও হয়েছে।

আর এরই মধ্যে এবার পেঁয়াজের আকাশ ছোঁয়া দাম ঠেকাতে এক দারুন পদক্ষেপ নিল কেন্দ্র। তাই এবার মাত্র সাত দিনে ২১ হাজার টন পেঁয়াজ আনবে কেন্দ্রীয় সরকার। আগে থেকেই মিশর ওতুরস্ক থেকে এই মাসের মধ্যে পেঁয়াজ আমদানি করার কথা ঘোষনা করেছিল কেন্দ্রীয় সরকার।

Heaps of Large bags full of Onions, Allium cepa

কিন্তু এবার সময় নেওয়া হল মাত্র সাত দিন। বৃহস্পতিবার মন্ত্রী সভার বৈঠকে ভারতীয় বাজারে পেঁয়াজের সরবরাহ বূৃদ্ধি করার জন্য ওই বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী, রেলমন্ত্রী ও স্বরাষ্ট্রসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে একটি আলচনাও হয়েছে। আ সেই বৈঠকেই খুচরে ও পাইকারী ব্যবসায়ীদের পেঁয়াজ মজুত রাখার বিষয়ে একটি নির্দেশিকা জারি করা হয়েছে।

তাই এখন থেকে খুচরো ব্যবসায়ীরা ৫ টন এবং পাইকারী ব্যবসায়ীরা ২৫টনের বেশি পেঁয়াজ রাখতে পারবেন না। যেহেতু এখন পেঁয়াজের সরবরাহ অনেক কম তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে বলতে গিয়ে কেন্দ্রীয় খাদ্য উপভোক্তা মন্ত্রী রামবিলাস পাসোয়ান ট্যুইট করে জানান, ‘‘পিঁয়াজের সরবরাহ সহজ করার জন্য এমএমটিসি মিশর থেকে ৬ হাজার ৯০ টন এবং তুরস্ক থেকে ১১ হাজার টন পিঁয়াজ আমদানি করছে। যা ১৫ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারির মধ্যে পাওয়া যাবে। তুরস্ক থেকে আরও ৪ হাজার টন পিঁয়াজ জানুয়ারির মাঝামাঝি বাজারে চলে আসবে।
এছাড়াও ৫ হাজার টন করে তিনটি নতুন টেন্ডারও ডাকা হয়েছে।’’

তাই আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরেই পেঁয়াজ রান্নায় কি্ংবা কাঁচা খেতে আর বাধা নেই। উল্লেখ্য, পেঁয়াজের এই আকাশছোঁয়া দাম নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সমালচনায় সরব হয়েছে বিরেধীরা। তাই এই সিদ্ধান্তে কিছুটা হলেও বিরোধীদের মুখ তালা দেওয়া গেছে বলেই মনে করা হচ্ছে।

X