বিরোধীদের সমস্ত পাকিস্তানিদের দেশের নাগরিক করার চ্যালেঞ্জ দিলেন নরেন্দ্র মোদী

বাংলা হান্ট ডেস্ক : নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে দেশজুড়ে উত্তেজনার আঁচ ছড়িয়েছে, কারণ নাগরিকত্ব সংশোধনী আইনে পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে আসা শুধুমাত্র হিন্দুদের নাগরিকত্ব দেওয়া হবে আর তাই মুসলিম সম্প্রদায়ের মানুষজন একজোট হয়ে বিক্ষোভ দেখাচ্ছে। বারবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আঙুল উঠছে তবে এমত অবস্থায় এবার কংগ্রেস এবং বিরোধীদের নয়া চ্যালেঞ্জ ছুড়ে দিলেন নরেন্দ্র মোদী।

তাই এ বার বিরোধীদের অর্থাত্ কংগ্রেসকে কটাক্ষ করে সমস্ত পাকিস্তানিদের ভারতীয় নাগরিক করতে চায় বলে আনার দাবি তুললেন নরেন্দ্র মোদী। পাশাপাশি কংগ্রেস নাকি মুসলিমদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে এমনটাও অভিযোগ তোলেন তিনি। রবিবার দুমকার পর এবার মঙ্গলবার ঝাড়খণ্ডের বাইতে নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি কংগ্রেস ও তার শরিক দলের একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে জানান

যদি পাকিস্তানি নাগরিকদের ভারতীয় নাগরিক দিতে প্রস্তুত থাকে কংগ্রেস তা হলে তার জবাব দেবেন তিনি। যদিও এখানেই থেমে থাকেন নাই দেশের কোনও নাগরিকের ওপর এই নাগরিকত্ব সংশোধনী আইন প্রভাব ফেলবে না বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।  আর এ প্রসঙ্গে বলতে গিয়ে নরেন্দ্র মোদী706911 namo vs raga

বলেন, এই আইনে ভারতীয় নাগরিক সে মুসলিম হলেও তাঁর নাগরিকতায় কোন প্রভাব পড়বে না। এর সাথে সাথে উনি বলেন, নাগরিকতা সংশোধন আইনে মুসলমান, শিখ, ইসাইদের নাগরিকতায় কোন প্রভাব পড়বে না। ঝাড়খণ্ডের নির্বাচনী প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকতা সংশোধন আইন নিয়ে সরকারের ভাবমূর্তি স্পষ্ট বুঝিয়ে দেন।

উনি বলেন নাগরিকতা সংশোধন আই কোন ভারতীয়র অধিকার কেড়ে নেবেনা। উনি কংগ্রেসের উপর অভিযোগ এনে বলেন, সবথেকে বড় বিরোধী দল আর তাঁদের সহযোগী দল রাজনৈতিক চরিতার্থ সফল করতেই মুসলিমদের উসকানি দিচ্ছে।

সম্পর্কিত খবর