ব্রিসবেনে উড়ল তেরেঙ্গা, টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই এক নতুন ভারতবর্ষ, এক স্বপ্নের ভারতবর্ষ গড়ার কথা বলছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। তার জন্য বিভিন্নভাবে বিভিন্ন প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছেন তিনি। মোদীজি বলেন এটা এক নতুন ভারত, চ্যালেঞ্জ নিতে এবং ইতিহাস তৈরি করতে কখনোই ভয় পায় না এই ভারত। আর মোদিজীর এই কথাটি কাজে প্রমাণ করে দেখালেন একঝাঁক তরুণ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেশিরভাগ সিনিয়র ক্রিকেটারদের ছাড়াই টেস্ট সিরিজ জিতে ইতিহাস তৈরি করল টিম ইন্ডিয়া।

গাব্বায় চতুর্থ টেস্ট ম্যাচ জিতেই বর্ডার- গাভাস্কার ট্রফি ঘরে তুলল আজিঙ্কা রাহানে, চেতেশ্বর পুজারারা। সেই সঙ্গে ব্রিসবেনের মাটিতে উড়ল ভারতের তেরেঙ্গা। ভারতের এই ঐতিহাসিক জয়ের পরই ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়। টুইট করে মোদীজি লিখেছেন, ” অস্ট্রেলিয়ায় ভারতের এমন জয়ে আমরা খুবই খুশি। মাঠের মধ্যে সর্বত্র ছিল ভারতীয় দলের শক্তি এবং আবেগ। আজ খুবই গর্বের দিন। পুরো ভারতীয় দলকে শুভেচ্ছা। ভবিষ্যতের জন্য মঙ্গল কামনা রইল”

আসলে চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মেলবোর্নে অস্ট্রেলিয়ার কাছে লজ্জাজনক হার স্বীকার করতে হয় ভারতকে। ভারত দ্বিতীয় ইনিংসে মাত্র 36 রানে অলআউট হয়ে যায়। যার ফলে সকলে ভেবেই নিয়েছিল এই সিরিজে ভারতকে হোয়াইট-ওয়াশ হতে হবে অস্ট্রেলিয়া কাছে। তার ওপর ভারতের বেশিরভাগ সিনিয়র ক্রিকেটার চোটের কারণে দলের বাইরে। তার সত্ত্বেও ভারতীয় দল যেভাবে লড়াই করে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট সিরিজ জিতলো তা এককথায় অনবদ্য। তার ওপর প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির শুভেচ্ছাবার্তা ভারতীয় দলকে বাড়তি অক্সিজেন যোগাবে।

সম্পর্কিত খবর

X