বাংলা হান্ট ডেস্ক : নরেন্দ্র মোদী হারালেন তাঁর এক কর্মনিষ্ঠ সহকর্মীকে।যা তার কাছে অপূরণীয় ক্ষতিই বটে।চাপতে পারলেন না আবেগ,শেষ শ্রদ্ধা জানানোর মূল পর্বে দেখা গেল মোদীর চোখের জল।
প্রিয় সাথীকে শেষ শ্রদ্ধা জানাতে এসে প্রধানমন্ত্রীর চোখের পাতা ভিজে উঠেছে।
প্রসঙ্গত প্রাক্তন বিদেশমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক পথচলা বহুদিনের। মোদী জমানার প্রথম দফায় বিদেশমন্ত্রীর কর্মদক্ষতা নিয়ে বহুল প্রশংসা পেয়েছেন।অতীতে বাজপেয়ী সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রী সুষমা মোদী সরকারের প্রথম দফায় বিদেশ মন্ত্রকের দায়িত্ব নিয়েই তৈরী করেন তাঁর দফতরকে। তবে দ্বিতীয় দফায় টিকিট পাননি তিনি। যদিও সুষমা নিজের শারীরিক অসুবিধের কারণে আর এসবে জড়িয়ে যাননি তবে সরকারের প্রতিটি পদক্ষেপকে সার্বিক সমর্থন জানাতে ভোলেননি সুষমা। এমনকী মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও কাশ্মীর পুনর্গঠন বিলকে সমর্থন জানিয়ে ট্যুইট করেন সুষমা। লেখেন, ‘‘এই দিনটা দেখার জন্যে অপেক্ষা করেছি আজীবন’’।
এই ট্যুইটের কিছুক্ষণের মধ্যেই পরেই খবর আসে তাঁর মৃত্যুর।মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির এমসে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়েস হয়েছিল ৬৭ বছর। সুষমা স্বরাজের মৃত্যু সংবাদ পেয়ে মঙ্গলবার রাতে টুইটও করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি লেখেন, ‘‘সুষমা স্বরাজ দুর্দান্ত বক্তা ও অসাধারণ সাংসদ ছিলেন। দল নির্বিশেষে তাঁর গ্রহণযোগ্যতা ছিল।’’
তাঁকে অন্তিম শ্রদ্ধা জানাতে তাঁর বাসভবনে হাজির হন বহু বিশিষ্টজন।রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লালকৃষ্ণ আডবাণী, মনমোহন সিংহ, সনিয়া গাঁধী এবং রাহুল গাঁধী-সহ বহু রাজনৈতিক ব্যক্তিত্ব পুষ্পস্তবক দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান। এখানেই প্রাক্তন বিদেশমন্ত্রীর মরদেহতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালে বিজেপির অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে সুষমার বাসভবনে যান মোদী।এবং আবেগতাড়িত হয়ে দেখা যায় তাঁকে।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার