মমতার ডাকে সাড়া মোদি – শাহর, দুর্দিনে দিলেন পাশে থাকার বার্তা

বাংলাহান্ট ডেস্কঃ গতকালই রাজনীতি ভুলে গোটা দেশকে পাশে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ( mamata Banerjee) । আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ( Narendra modi) ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ( amit shah) টুইট বার্তায় বাংলার পাশে থাকার বার্তাই দিলেন। বাংলা ও ওড়িশাকে সব রকম সাহায্যের আশ্বাস দিচ্ছে মোদি সরকার।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটার হ্যান্ডেলে লেখেন, ‘‘ঘূর্ণিঝড় আমফানের কারণে পশ্চিমবঙ্গের অনেক ক্ষতি হয়েছে ৷ সব ছবি আমরা দেখেছি ৷ এই পরিস্থিতিতে গোটা দেশ রাজ্যের পাশে রয়েছে ৷ রাজ্যের মানুষের সুস্থ থাকার প্রার্থনা করছি ৷ পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চালানো হচ্ছে ৷’’

IMG 20200521 163403

পাশে থাকার বার্তা দেন অমিত শাহও, ‘‘আমরা সমগ্র পরিস্থিতির দিকে লক্ষ্য রাখছি ৷ পশ্চিমবঙ্গ ও ওড়িশার মুখ্যমন্ত্রীদের সঙ্গে আমার কথা হয়েছে ৷ তাঁদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে ৷ কেন্দ্রের পক্ষে যথাসম্ভব সাহায্য করা হবে ৷ দুই রাজ্যের মানুষকে ঘরে থাকার অনুরোধ করছি ৷ সমস্ত মানুষের সুরক্ষা এবং নিরাপত্তার দায়িত্ব মোদি সরকারের ৷’’

IMG 20200521 163439

এছাড়াও বাংলা ও আসামের জন্য প্রার্থনায় সামিল হয়েছেন করন জোহর, বিরাট কোহলিরাও। ঝড়ের ভয়াবহতায় শিউরে উঠছে গোটা দেশ। করন জোহর তার টুইটার হ্যাণ্ডেলে বাংলার জন্য প্রার্থনা করেছেন , Can this year get any worse! Stay safe Bengal…All of us pray for your safety and protection…. 🙏🙏 ( এই বছর কি আরো ভয়ংকর কিছু দেখবে! সুরক্ষিত থাকুক বাংলা। আমরা সবাই বাংলার সুরক্ষার প্রার্থনা করি)

সম্পর্কিত খবর