বাংলা হান্ট ডেস্ক: দেশের গণতন্ত্রের তার বিভিন্ন পদক্ষেপ, দুর্নীতির বিরুদ্ধে লড়াই, বহু কর্মসূচি কিংবা ৩৭০ ধারা- সব বিষয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করলেন প্যারিসের অনাবাসী ভারতীয়রা। এদিন অডিটোরিয়ামে ঠাসাঠাসি মানুষের ভিড়, চতুর্দিকে মোদী মোদী স্লোগান। এরই মাঝে প্যারিসে অনাবাসী ভারতীয়দের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘মানুষ আমাদের শুধুমাত্র দেশে শাসন করার জন্য ক্ষমতায় আনেনি। বরং নতুন ভারত গড়ার ভার দিয়েছে জনগণ।’
#WATCH 'Modi…Modi,' chants during Prime Minister Narendra Modi's address to the Indian community at UNESCO Headquarters in Paris, France. pic.twitter.com/jzydmUkMwk
— ANI (@ANI) August 23, 2019
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সে গিয়েছেন জি-৭ বৈঠকে যোগ দিতে। সম্প্রতি কাশ্মীরে বিলোপ হয়েছে ৩৭০ ধারা , এ ঘটনার পর এই সফরকে যুক্তিসম্মত বলে মনে করছে ভারত। এদিন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল মাকরেঁর সঙ্গে দেড় ঘণ্টা বৈঠক করেন মোদী।
শুক্রবার সমাবেশে এসে অনাবাসী ভারতীয়দের উদ্দেশ্যে নরেন্দ্র মোদী বলেন, ‘ফ্রান্স ফুটবলের দেশ, খেলায় যখন গোল হয়, তখন আপনারা এর মর্যাদা বোঝেন। এই গোলই হলো মূল লক্ষ্য। বিগত পাঁচ বছরে ভারতের কি গোল হবে তা আমরা ঠিক করে নিয়েছিলাম। আগে এই সমস্ত ভাবনাচিন্তা কে বাস্তবায়িত করার বিষয়টি অসম্ভব বলে মনে হতো, এখন তা সম্ভব।’
শুধু তাই নয়, ফ্রান্সের ভারতীয়দের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘নতুন ভারত তৈরি করেছে আমরা যেখানে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে সাধারণ মানুষের টাকা লুট, দুর্নীতি, স্বজনপোষণের বিরুদ্ধে। আগে কোনদিন এমন কাজ সম্ভব হয়নি যা ক্ষমতায় আসার ৭৫ দিনের মধ্যে করে দেখিয়েছে সরকার।’ কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপের প্রসঙ্গে মোদী বলেন, ‘ভারতে ৭০ বছর কেটে গেল ‘অস্থায়ী’ কিছু ব্যবস্থা তুলতে গিয়ে।’ ফ্রান্সে গিয়ে এমন বক্তৃতার মাধ্যমে জয়জয়কার বুলি শুনলেন মোদী।