বাংলাহান্ট ডেস্কঃ আসন্ন নির্বাচনের পূর্বে হিসেব নিকেশ চলছে জোরকদমে। বিভিন্ন রাজ্য সহ পশ্চিমবঙ্গকে (West bengal) লকডাউনে ঠিক কি পরিমাণ অর্থ সাহায্য করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে, পেশ করা হল সেই রিপোর্ট চার্ট। কেন্দ্রের হিসাবে গ্রামীণ প্রকল্প খাতে লকডাউনের মধ্যে অন্যান্য রাজ্যের তুলনায় বাংলা পেয়েছে সবথেকে বেশি পরিমাণ অর্থ।
বাংলা পেয়ছে সবথেকে বেশি অর্থ
কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের পরিসংখ্যান থেকে জানা গিয়েছে, মার্চের ২৫ তারখ থেকে সারা দেশ জুড়ে লকডাউন জারি করার পর থেকে নভেম্বর অবধি সব রাজ্য মিলিয়ে মোট ৪৯২৭০ কোটি টাকা দিয়েছে কেন্দ্র সরকার। ৬ টি প্রকল্প খাতে দেওয়া এই অর্থের মধ্যে থেকে অন্যান্য রাজ্যের তুলনায় বাংলা পেয়েছে ৫৯২৬ কোটি টাকা, অর্থাৎ সবথেকে বেশি অর্থ।
নির্বাচিত ৬ টি প্রকল্প
জানা গিয়েছে, লকডাউনে বহু মানুষ কর্মহীন হয়ে পড়ায় কেন্দ্র সরকারের পক্ষ থেকে একশো দিনের প্রকল্প, প্রধানমন্ত্রী সড়ক যোজনা, ন্যাশানাল স্যোশাল অ্যাসিস্টেন্ট প্রোগ্রাম, প্রধানমন্ত্রী আবাস যোজনা, শ্যামাপ্রসাদ মুখার্জি আরবান মিশন, ন্যাশালনাল রুরাল লাইভলিহুড মিশন খাতে কেন্দ্র সরকার এই অর্থ বরাদ্দ করেছে।
অন্যান্য রাজ্য পেয়েছে
বাংলাকে সবথেকে বেশি পরিমাণ অর্থ দেওয়ার পরও কি খুশি বাংলার মানুষ? আসন্ন নির্বাচনে কি সেই প্রভাব পড়তে চলেছে? এনিয়েও জলঘোলা চলছে রাজনৈতিক মহলে। বাংলার পর বেশি অর্থ পেয়েছে বিহার। কেন্দ্রের তরফ থেকে বিহারে ভাগে দেওয়া হয়েছে ৫২৬৫ কোটি টাকা।
তবে হিসেব থেকে দেখা গিয়েছে, যে সকল জায়গায় বর্তমানে বিজেপি সরকারের প্রাধান্য চলছে, সেখানে অনেক কম অর্থ বরাদ্দ করা হয়েছে। যেমন- মধ্যপ্রদেশ পেয়েছে ৪৯৭৪ কোটি টাকা, উত্তরপ্রদেশের ভাগে পড়েছে ৪৬৩৬ কোটি টাকা। অন্যদিকে গোয়া পেয়েছে ২.১ কোটি টাকা এবং ওড়িশাকে দেওয়া হয়েছে ৪৫৩৫ কোটি টাকা।
আবার, ৬ টি প্রকল্পের মধ্যে থেকে একশো দিনের প্রকল্পের কাজের খাতে উত্তরপ্রদেশ পেয়েছে ২৫৯০ কোটি টাকা, অর্থাৎ সবথেকে বেশি পরিমাণ অর্থ। অন্যদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ওড়িশা পেয়েছে সবথেকে বেশি অর্থ, ২৮০৩ কোটি টাকা।