বড় ঝটকা! ১ হাজার টাকা হতে পারে রান্নার গ্যাসের দাম, সরকার বন্ধ করতে পারে LPG-র ভর্তুকি

বাংলা হান্ট ডেস্কঃ পেট্রোপণ্যের দাম বৃদ্ধি নিয়ে এমনিতেই যথেষ্ট সমস্যার মধ্যে রয়েছে আমজনতা। একদিকে করোনা মহামারীর ফলে অর্থনৈতিক হালত ভেঙে পড়েছে, তার উপর পেট্রোল-ডিজেল হোক বা রান্নার গ্যাস রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। চলতি বছরের পয়লা জানুয়ারি থেকে দেখতে বলে বিভিন্ন রাজ্যের নিরিখে প্রায় ১৯০.৫০ টাকা দাম বেড়েছে রান্নার গ্যাসের। জানুয়ারি মাসে যে ঘরোয়া রান্নার গ্যাসের দাম ছিল ৬৯৪ টাকা ইতিমধ্যেই তা কলকাতায় ৯১১ টাকা ছাড়িয়েছে, অন্যান্য রাজ্যেও অবস্থাটা একই।

এর উপর ফের একবার বড় দুঃসংবাদ শুনতে হতে পারে আমজনতাকে। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এবার বেশিরভাগ ক্ষেত্রেই রান্না গ্যাসের ভর্তুকি তুলে নিতে পারে সরকার। যার জেরে রান্নার গ্যাসের জন্য হাজার টাকার উপর খরচ করতে হতে পারে আমজনতাকে। সম্প্রতি সরকারের একটি আভ্যন্তরীণ মূল্যায়ন সামনে এসেছে, যার যেটা দেখা গিয়েছে অনেকেই হাজার টাকা দিয়েও গ্যাস কিনতে রাজি। আর এই কথা মাথায় রেখেই এবার দুটি সিদ্ধান্ত নিতে পারে সরকার, অন্তত তেমনটাই মনে করছে বিশ্লেষক মহল।

প্রথমত, যেমন চলছে কোন বদল না করে তেমনটাই চালানো যেতে পারে। দ্বিতীয়ত, বেশিরভাগ ক্ষেত্রে ভর্তুকি বন্ধ করে শুধুমাত্র আর্থিক ভাবে অতি দুর্বল শ্রেণীর মানুষদের জন্যই ভর্তুকি বজায় রাখতে পারে সরকার। জানিয়ে রাখি ভর্তুকির পরিমাণ এর আগেই অনেকটা কমানো হয়েছে। ২০১৯-২০ অর্থবর্ষে রান্নার গ্যাসের ক্ষেত্রে ভর্তুকি বাবদ ২৪,৪৬৮ কোটি টাকা খরচ করেছিল কেন্দ্র সরকার। বর্তমান অর্থবর্ষে এখনও পর্যন্ত ৩,৫৫৯ কোটি টাকা খরচ করা হয়েছে। বোঝাই যাচ্ছে, ইতিমধ্যেই প্রায় ছয় গুণ ভর্তুকি কমিয়ে দিয়েছে সরকার।

modi note

জানা গিয়েছে আগে তারাই কেবল মাত্র ভর্তুকি পেতেন যাদের বার্ষিক আয়ের ১০ লক্ষের কম। এবার তা আরও কমিয়ে আনার চেষ্টা করছে সরকার। যার জেরে আগামী দিনে পকেটে চাপ বাড়বে আমজনতার।

 


Abhirup Das

সম্পর্কিত খবর