বাংলা হান্ট ডেস্কঃ এবার বস্ত্র বয়ন শিল্প এবং কৃষকদের জন্য বড় ঘোষণা করল মোদী সরকার। বহুদিন ধরেই কৃষিজাত দ্রব্যের এমএসপি বা ন্যূনতম সমর্থন মূল্য বাড়ানো হয়নি। এবার কৃষকদের জন্য এক ধাক্কায় এমএসপি অনেকখানি বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে খবর সরকারের এই সিদ্ধান্তের দ্বারা উপকৃত হবেন সারাদেশের সমস্ত কৃষকরাই।
আখ চাষীদের জন্য নূন্যতম সমর্থন মূল্য বাড়ানো হয়েছে ২৯০ টাকা প্রতি কুইন্টল। যায় কয়েক বছরে সর্বোচ্চ। গমের ক্ষেত্রে ১৯৭৫ টাকা প্রতি কুইন্টল থেকে বাড়িয়ে এমএসপি করা হয়েছে ২০১৫। চানার ক্ষেত্রে ৫১০০ টাকা থেকে এমএসপি বাড়িয়ে কুইন্টল প্রতি ৫২৩০ টাকা করা হয়েছে। যা লাগু হবে ২০২২-২৩ অর্থবর্ষেই। ন্যূনতম সমর্থন মূল্য বাড়ানো হয়েছে মসুর ডাল এবং কুসুমের ক্ষেত্রেও। মুসুর ডালের ক্ষেত্রে ৫১০০ টাকা থেকে বেড়ে কুইন্টল প্রতি এমএসপি দাঁড়িয়েছে ৫৫০০ টাকা এবং কুসুমের ক্ষেত্রে ৫৩২৭ টাকা থেকে বাড়িয়ে নতুন এমএসপি করা হয়েছে কুইন্টাল প্রতি ৫৪৪১ টাকা।
এছাড়া বস্ত্র বয়ন শিল্পের জন্য প্রোডাকশন লিঙ্কড ইন্সেন্টিভস বা পিএলআইয়ের মাধ্যমে প্রায় ১০ হাজার ১৬৩ কোটি টাকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। বস্ত্র বয়ন শিল্পে পাঁচ বছরের মেয়াদে এই প্রণোদনা মূল্য দেওয়া হবে। মন্ত্রিসভার বৈঠকের পর আয়োজিত সংবাদিক সম্মেলনে বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং তথ্য ও যোগাযোগ মন্ত্রী অনুরাগ ঠাকুর মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানান।
#Cabinet increases Minimum Support Prices (MSP) for Rabi crops for marketing season 2022-23
Return to farmers over their cost of production are estimated to be highest in case of wheat, rapeseed & mustard#CabinetDecisions #MSPhaiAurRahega
Read: https://t.co/7e2ttmNdNv pic.twitter.com/yxwEOKcwBn
— PIB India (@PIB_India) September 8, 2021
বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের মতে, এই প্রণোদনা ভারতীয় টেক্সটাইল শিল্পকে বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক স্তরে পৌঁছাতে সাহায্য করবে। তিনি দাবি করেছেন এই পিএলআই স্কিমের মাধ্যমে প্রায় সাড়ে সাত লক্ষ মানুষ উপকৃত হবেন সারা দেশজুড়ে। এছাড়া অনেক বেশী রোজগার সৃজন হবে বলেও জানিয়েছেন তিনি। তিনি আরও বলেন “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বস্ত্র শিল্পের জন্য যে পদক্ষেপ নিয়েছেন, তা আগে কখনোই নেওয়া হয়নি। আমি নিশ্চিত যে ভারত আন্তর্জাতিক বাজারে তার আধিপত্য দেখাতে সক্ষম হবে।”