৪০ শতাংশ টার্গেট পূর্ণ! রোজগার মেলা থেকে এত লক্ষ চাকরি দিল মোদি সরকার, খুশি তরুণরা

বাংলা হান্ট ডেস্ক : মোদি সরকারের (Modi Government) বিরুদ্ধে বিরোধীদের একটি বড় হাতিয়ার ছিল সরকারি চাকরিতে নিয়োগ। দেশে ক্রমাগত বাড়ছে বেকারের সংখ্যা। কিন্তু এই বিষয়ে কোনও ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের। এই অভিযোগ বারে বারে তুলেছে বিরোধীরা। এবার সেই বিষয়েই পদক্ষেপ করল নরেন্দ্র মোদির (Narendra Modi) সরকার।

সরকারি পরিসংখ্যান বলছে, নিয়োগের ক্ষেত্রে বড় মাইল স্টোন তৈরি করতে পারে বিজেপি সরকার। দেখা যাচ্ছে ১ লক্ষ ৩৮ হাজার ৯৮৬ জন চাকরি পেয়েছেন। ভারতীয় ডাক বিভাগে নিয়োগ হয়েছে ৬৮ হাজার ২২৫ জনের। এছাড়াও, পরিসংখ্যান জানাচ্ছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে চাকরি হয়েছে ৪৩ হাজার ৫৯২ জনের।

শুধু তাই নয়, পরিসংখ্যানে উঠে আসছে আর এক চমকপ্রদ রিপোর্ট। প্রতি ৬ জন চাকরি প্রাপকের মধ্যে ১ জন মহিলা রয়েছেন। এই চিত্রটি ভারতের জন্য বেশ আশাপ্রদ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ২০২৩ সালের মধ্যে মোট ১০ লক্ষ তরুণকে চাকরি দেওয়ার লক্ষ্যমাত্রা রেখেছে কেন্দ্র সরকার।

modi 2

এখনও পর্যন্ত বর্তমান আর্থিক বছরে চাকরি হয়েছে মোট ৪ লক্ষেরও বেশি প্রার্থীর। অর্থাৎ মোদি সরকারের পরিকল্পনা ইতিমধ্যেই ৪০ শতাংশ সফল। বর্তমান মোদি সরকার মোট ৬ টি নিয়োগ মেলার আয়োজন করেছে। এই মেলাগুলিতে শিক্ষক ডাক্তার থেকে শুরু করে টাইপিস্ট এবং ক্লার্কও নিয়োগ দেওয়া হয়।

ষষ্ঠ রোজগার মেলায় মোট ৭০ হাজার ১২৬ জন কর্মপ্রার্থীকে নিয়োগপত্র দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে, ২০২২ সাল থেকে এখনও পর্যন্ত রোজগার মেলার মঞ্চ থেকে মোট ৪ লক্ষেরও বেশি নবীনকে নিয়োগপত্র পাঠিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। এদিনের অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, ‘রোজগার মেলাগুলি এনডিএ এবং বিজেপি সরকারের নতুন পরিচয় হয়ে উঠেছে। আমি খুশি যে বিজেপি শাসিত সরকারগুলিও এই ধরনের নিয়োগ মেলা নিয়মিত আয়োজন করছে। যাঁরা এই সময়কালে সরকারি চাকরিতে যোগ দিয়েছেন, তাঁদের কাছে আগামী পাঁচ বছরের মধ্যে ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে।’

দেশ জুড়ে ২২টি রাজ্যের ৪৫টি কেন্দ্রে আয়োজিত হয়েছে ‘রোজগার মেলা’। মঙ্গলবার অনুষ্ঠানের মাধ্যমে প্রার্থীরা কেন্দ্রীয় এবং রাজ্য সরকার অধীনস্থ বিভিন্ন দফতরে কাজে যোগ দেওয়ার নিয়োগপত্র পেলেন। এর মধ্যে রয়েছে গ্রামীণ ডাক সেবক, টিকিট পরীক্ষক, জুনিয়র ক্লার্ক, টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্ট ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট সিনিয়র অফিসার, ডিভিশন ক্লার্ক, সিকিউরিটি অফিসার, নার্সিং অফিসার, হেড কনস্টেবল, অডিটর প্রিন্সিপ্যাল, শিক্ষক, অধ্যাপক—সহ আরও বিভাগে নিয়োগ করা হবে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর