রায়নার দুর্দান্ত আবিষ্কার! ভারতীয় ক্রিকেটকে খুঁজে দিলেন পরবর্তী মহেন্দ্র সিংহ ধোনি

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় ক্রিকেটের ইতিহাসে মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) হলেন সবচেয়ে বড় ব্যক্তিত্বগুলির মধ্যে একটা। তার মতো অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট খুব কমই দেখিয়েছে যারা অত্যন্ত ঠান্ডা মাথার কিন্তু তাদের সাফল্য আকাশছোঁয়া। ধোনির ক্রিকেট জীবন চলাকালীন তার খুব কাছের মানুষ ছিলেন ভারতীয় অলরাউন্ডার সুরেশ রায়না। অনেকেই মনে করেন যে ধোনির মতে ক্রিকেটের ভারতীয় দল আর পরবর্তীতে পাবে না। কিন্তু সুরেশ রায়না (Suresh Raina) সেই ধারণার সাথে একমত নন। তিনি মনে করেন ধোনির অবর্তমানে রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad) হতে চলেছেন পরবর্তী মাহি।

কিছুদিন আগে বিবাহের জন্য ভারতীয় দলকেও (Team India) না বলেছিলেন। প্রমাণ করেছিলেন তার পরিবার, প্রিয়জন তার কাছে সবার আগে। রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) নিজের ক্রিকেটার প্রেমিকা উৎকর্ষ পাওয়ারের (Utkarsha Pawar) সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন ফাইনাল শুরু হওয়ার আগে। এই অনুষ্ঠানে পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের পাশাপাশি তার কিছু সিএসকে দলের সতীর্থও উপস্থিত ছিলেন। গায়কোয়াড় ভারত এবং চেন্নাই সুপার কিংসের (CSK) হয়ে খেলছেন। আর তার স্ত্রী ঘরোয়া ক্রিকেটে মহারাষ্ট্রের প্রতিনিধিত্ব করেছেন।

ruturaj gaikwad

প্রাথমিকভাবে তাকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশি ফাইনালে রিজার্ভ ক্রিকেটার হিসেবে রাখা হয়েছিল কিন্তু নিজের বিবাহের কারণে দলের সঙ্গে ইংল্যান্ড উড়ে যেতে চাননি রতুরাজ। কিছুদিন আগেই যখন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আক্রমকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আইপিএলে কোন তরুণ ভারতীয় তাকে মুগ্ধ করেছে, তখন শুভমান গিল বা যশস্বী জয়সওয়ালের নাম না নিয়ে তিনি সিএসকের ওপেনার রুতুরাজ গায়কোয়াডের নাম নেন। সদ্য সমাপ্ত মরশুমে যার কথা বেশি আলোচনা হয়নি।

গত মরশুমে রুতুরাজ গায়কোয়াড ১৬ ম্যাচ খেলে ৫৯০ রান করেছেন। আইপিএলের প্রথম ম্যাচে ৯২ রানের একটা ইনিংস খেলে দুর্দান্তভাবে নিজের যাত্রা শুরু করেছিলেন। কিন্তু তারপর শুভমন গিল এবং জয়সওয়াল এতটাই ভালো ছন্দে ছিলেন যে তার কথা সকলে একটু ভুলেই গিয়েছিল বললে মন্দ হবে না।

মূলত দুটি কারণে পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার ওয়াসিম আক্রম তাকে ভবিষ্যতের ভারতীয় দলের সম্পদ মনে করেছেন। দুর্দান্ত ব্যাটিং করার পাশাপাশি রুতুরাজ অত্যন্ত দক্ষ ফিল্ডার। সেই সঙ্গে তিনি শারীরিকভাবে অত্যন্ত ফিট। এই দুটি বিষয় তার ভবিষ্যতে বড় সহায় হয়ে উঠবে বলেই মনে করেন পাকিস্তানের কিংবদন্তী। একই ধারণা পোষণ করেন সুরেশ রায়নাও। তার মতে নিজের আইপিএল দলের অধিনায়ক এর কাছ থেকে এই কোনটি খুব ভালোভাবে রপ্ত করছেন তরুণ ক্রিকেটার।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর