কৃষক আন্দোলনের (farmers protest) মধ্যেই কৃষকদের ১৮ হাজার কোটি টাকা দেওয়ার ঘোষণা করল মোদি সরকার। ২৫ ডিসেম্বরের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (narendra modi)। এমনটাই জানালেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার।
কৃষি মন্ত্রী এদিন জানান, কিষান সম্মান নিধি যোজনার আওতায় ৯ কোটি কৃষকের ব্যাংক একাউন্টে এদিন ১৮ হাজার কোটি টাকা পাঠানো হবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। তিনি আরো বলেন, এক রাতেই এই অনলাইন ইভেন্টে অংশ নেওয়ার জন্য ২ কোটি কৃষক নিজেদের নিবন্ধিত করেছেন।
এই মুহুর্তে দেশের প্রায় ৯ কোটি কৃষক প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির অধীনে নিবন্ধিত হয়েছেন। দেশে প্রায় সাড়ে ১৪ কোটি কৃষক রয়েছেন, তবে সকলে এই প্রকল্পের সাথে যুক্ত নন। এখনো কেন্দ্রের তরফ থেকে ৫ কোটির বেশী কৃষকের ভেরিফিকেশন করা হয় নি।
এর আগে অগস্ট মাসে, কৃষক সম্মান নিধি প্রকল্পে সাড়ে ৮ কোটি কৃষকের অ্যাকাউন্টে ১৭ হাজার ১০০ কোটি টাকা পাঠানো হয়েছে। একই সাথে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চালু করেন কৃষি পরিকাঠামো তহবিল। তিনি ভিডিও বার্তায় জানান, ১ লাখ কোটি টাকার এই তহবিল কৃষি পরিকাঠামো উন্নয়নে সাহায্য করবে।
ফসল তোলার পরের পরিকাঠামো, সংগ্রহ কেন্দ্র গড়া, ফসল মজুত করার জায়গা, ফসলের ন্যায্য দাম সব ক্ষেত্রকে উন্নয়নের আওতায় এনে দেশের কৃষকদের আর্থিক উন্নয়নে সহায়ক হবে। আগামী ১০ বছর মধ্য ও দীর্ঘ মেয়াদি ঋণের ব্যাবস্থা করবে মোদি সরকারের এই তহবিল। ১১ টি ব্যাঙ্ক ও কৃষি ঋণ প্রদানকারী সংস্থার মাধ্যমে ১ লাখ কোটি টাকা আর্থিক সাহায্য করতে চলেছে মোদি সরকার।