বাংলাহান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (narendra modi) গত ২৪ মার্চ ঘোষনা করেছিলেন দেশব্যাপী লকডাউনের। দেশজুড়ে এই মুহুর্তে পঞ্চম সপ্তাহে পড়েছে এই লকডাউন। প্রতিদিনই বাড়ছে অর্থনীতির রক্তক্ষরণ। ক্রমে মেরুদন্ড ভেঙে পড়ছে ক্ষুদ্র ব্যাবসায়ীদের। এই অবস্থায় ক্ষুদ্র ব্যাবসায়ীদের জীবন জীবিকা বাঁচাতে এবার উদ্যোগী হল মোদি সরকার। সূত্র থেকে যাচ্ছে, ছোট ব্যবসা গুলোকে বাঁচাতে তিন লক্ষ কোটি টাকার ঋণ গ্যারান্টি দেবে মোদি সরকার।
জানা যাচ্ছে এবার থেকে ছোট ব্যাবসায়ীরা আগের তুলনায় ২০ শতাংশ বেশী ঋণ পাবে। অতিরিক্ত এই টাকার গ্যারান্টি নেবে কেন্দ্র। এই জন্য একটি আলাদা ফান্ড তৈরি করবে মোদি সরকার , ছোট ব্যবসায়ী ঋণ শোধ না করতে পারলে এই ফান্ড থেকে তা শোধ করবে কেন্দ্র। বিভিন্ন ব্যাংক, NBFC এবং অন্যান্য আর্থিক সংস্থার থেকে এই ঋণ ব্যবসায়ী গ্রহণ করতে পারবে।
এর আগে, দেশের এই সংকট কালে এবার বড়োসড়ো আর্থিক পদক্ষেপ নিয়েছে সর্বোচ্চ ব্যাংকিং সংস্থা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সাংবাদিক বৈঠকে বিশ্বব্যাংকের তরফে জানানো হয়েছে কমানো হবে রেপো রেট। পাশাপাশি আরো কিছু বিশেষ ঘোষনা করেছে সর্বোচ্চ ব্যাংক
মনেটারি পলিসি কমিটির সিদ্ধান্ত ঘোষণা করলেন গভর্নর
৭৫ বেসিস পয়েন্ট কমাল রিজার্ভ ব্যাংক। ৫.১৫ থেকে রেপো রেট কমে দাঁড়াল ৪.৪ শতাংশ।
তিন মাসের জন্য সমস্ত ব্যাংক ঋণের ইএমআই স্থগিত।
রিভার্স রেপো রেট ৯০ বেসিস পয়েন্ট কমিয়ে ৪ শতাংশ করা হল।
ব্যাংকিং সেক্টরকে সচল রাখতে এই আর্থিক পদক্ষেপ নিয়েছে রিজার্ভ ব্যাংক। বিশ্বব্যাপি মহামারির জেরে জিডিপি বৃদ্ধির হার ৩.২ শতাংশে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে।