বাংলাহান্ট ডেস্কঃ এর আগে নিত্যপ্রয়োজনীয় পেট্রোল ডিজেলে বিরাট করের বোঝা চাপিয়ে কোষাগারে অর্থের সংস্থান করবার সিদ্ধান্ত নিয়েছিল মোদি সরকার (modi government) । এবার স্যানিটাইজারেও চাপল ১৮ শতাংশ শুক্ল। যার ফলে অনেকটাই মহার্ঘ হবে স্যানিটাইজার।
মোদি সরকারের তরফে ঘোষনা করা হয়েছে, যেহেতু সাবানের মত স্যানিটাইজারও জীবানু নাশক তাই এই পন্যের ওপর ১৮ শতাংশ ট্যাক্স চাপানোর সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রক। এছাড়াও হ্যান্ড৷ স্যানিটাইজার তৈরি করবার রাসায়নিক সহ অন্যান্য উপাদানেও ১৮ শতাংশ কর লাগু করা হয়েছে।
অর্থ মন্ত্রক জানিয়েছে, যে স্যানিটাইজার এবং অন্যান্য অনুরূপ আইটেমগুলিতে জিএসটি হার হ্রাস করলে বিপরীত ফি কাঠামো তৈরি হবে। অর্থাত সমাপ্ত পণ্যের চেয়ে কাঁচামালের উপর বেশি চার্জ। এটি হ্যান্ড স্যানিটাইজারগুলির দেশীয় উত্পাদনকারীদের পাশাপাশি আমদানিকারকদের ক্ষতি করবে।
পাশাপাশি মোদি সরকারের তরফে আরো বলা হয়েছে, জিএসটি কমানো আত্মনির্ভর ভারত গড়বার নীতির বিরোধী। এই অতিরিক্ত শুক্ল যেমন কোম্পানিগুলিকে বহন করতে হব্র তেমনই দেশের সাধারণ মানুষও এই অতিরিক্ত খরচের বোঝা থেকে নিস্কৃতি পাচ্ছে না।
অ্যাডভান্স রুলিং অথরিটির গোয়া বেঞ্চ সম্প্রতি একটি ব্যবস্থা করেছে যে মদের উপর ভিত্তি করে স্যানিটাইজারদেরকে জিএসটির আওতায় 18 শতাংশ নেওয়া হবে। যদিও ভোক্তা বিষয়ক মন্ত্রণালয় হ্যান্ড স্যানিটাইজারদের বাধ্যতামূলক আইটেম হিসাবে শ্রেণীবদ্ধ করেছে, তবে জিএসটি আইনের আওতায় ছাড়ের আইনের আলাদা তালিকা রয়েছে।
করোনা পরিস্থিতিতে এই ভাবে হ্যান্ড স্যানিটাইজার এর কর বৃদ্ধি নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে ইতিমধ্যেই সসমালোচনা শুরু করেছেন বিরোধীরা।