বাংলা হান্ট ডেস্ক: দেশে (India) লোকসভা নির্বাচনে শেষ দফার ভোট সম্পন্ন হওয়ার সাথে সাথেই এক্সিট পোলের ফলাফল প্রকাশিত হয়েছে। Republic Double Exit Poll-এর ফলাফল অনুযায়ী নরেন্দ্র মোদী (Narendra Modi) ফের আবার সরকার গঠন করতে চলেছেন। Republic PMARQ EXIT Poll অনুমান করেছে যে এই লোকসভা নির্বাচনে NDA ৩৫৯ টি আসন, I.N.D.I.A জোট ১৫৪ টি, এবং অন্যান্যরা ৩০ টি আসন জিততে চলেছে। অপরদিকে, Republic Matrize EXIT Poll-এর অনুমান অনুযায়ী লোকসভা নির্বাচনে NDA ৩৫৩ থেকে ৩৬৮ টি আসন পাবে। পাশাপাশি I.N.D.I.A জোট ১১৮ থেকে ১৩৩ টি আসন পেতে পারে। অন্যান্যরা পেতে পারে ৪৩ থেকে ৪৮ টি আসন। তবে, সামগ্রিকভাবে এক্সিট পোলের ফলাফল বলছে, দেশে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার গঠন হবে। যদিও, এক্সিট পোলের পরিসংখ্যান অনুযায়ী NDA-র ৪০০ পেরিয়ে যাওয়ার দাবি পূরণ হবে বলে মনে হচ্ছে না।
অনুমান বলছে যে, NDA জোট উত্তর প্রদেশে ৬৯ থেকে ৭৪ টি আসন পেতে পারে। যেখানে I.N.D.I.A জোট পেতে পারে ৬ থেকে ১১ টি আসন। পাশাপাশি, পশ্চিমবঙ্গে বিজেপির জন্য সুখবর রয়েছে। এখানে NDA ২১ থেকে ২৫ টি আসন পাবে বলে অনুমান করা হচ্ছে। অপরদিকে, I.N.D.I.A জোট পেতে পারে মাত্র ১ টি আসন। এছাড়াও, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ১৬ থেকে ২০ টি আসন পাবে বলে অনুমান করা হয়েছে। তবে, সামগ্রিকভাবে দেশের এক্সিট পোলের পরিসংখ্যান অনুযায়ী, এবারের লোকসভা নির্বাচনে ৭২ শতাংশ মুসলিম ভোটার কংগ্রেসকে ভোট দিয়েছেন।
PMARQ EXIT Poll-এর অনুমান:
NDA: ৩৫৯
I.N.D.I.A: ১৫৪
অন্যান্য: ৩০
Republic Matrize EXIT Poll-এর অনুমান:
NDA: ৩৫৩ থেকে ৩৬৮
I.N.D.I.A.: ১১৮ থেকে ১৩৩
অন্যান্য: ৪৩ থেকে ৪৮
মহারাষ্ট্রের ৪৮ টি আসনের জন্য Republic PMARQ-এর EXIT Poll-এর অনুমান:
NDA- ২৯
I.N.D.I.A.: ১৭
কেরালা ও কর্ণাটকের ফলাফল: এদিকে, মাই অ্যাক্সিস (My Axis) ভবিষ্যদ্বাণী করেছে যে কেরালায় I.N.D.I.A. জোট ৪১ শতাংশ ভোট পাবে। পাশাপাশি, NDA ২ থেকে ৩ টি আসন পাবে, UDF ১৭ থেকে ১৮ টি আসন পাবে এবং LDF কেরালায় ১ টি আসন পাবে। এদিকে, কর্ণাটকে NDA ২৩ থেকে ২৫.টি আসন পাবে। I.N.D.I.A. জোট পেতে পারে ৬০ থেকে ৭০ টি আসন।
আরও পড়ুন: লাইসেন্স পরীক্ষা, ক্রেডিট কার্ড থেকে Aadhaar আপডেট, আজ থেকে পাল্টে গেল এই ৫ টি নিয়ম
বিহারে NDA-র বড় ক্ষতি: মাই অ্যাক্সিস ভবিষ্যদ্বাণী করেছে যে বিহারে RJD ৬ থেকে ৭ টি আসন পাবে। I.N.D.I.A জোট পেতে পারে ৭ থেকে ১০ টি আসন। বিজেপি ১৩ থেকে ১৫ টি আসন পাবে এবং JDU ৯ থেকে ১১ টি আসন পাবে। LJP (রাম বিলাস) ৫ টি আসন পেতে পারে। এদিকে ঝাড়খণ্ডে, বিজেপি ৮ থেকে ১০ টি আসন পাবে এবং I.N.D.I.A জোট পেতে পারে ৪ থেকে ৬ টি আসন। এই রাজ্যে NDA ৫০ শতাংশ ভোট পাবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: বড় খবর! “PoK আমাদের নয়”, ইসলামাবাদ হাইকোর্টে জানাল পাক সরকার, তুমুল শোরগোল পড়শি দেশে
মধ্যপ্রদেশ-ছত্তিশগড়ে সাফ কংগ্রেস: ছত্তিশগড়ে বিজেপি ১০ থেকে ১১টি আসন পাবে বলে অনুমান করা হচ্ছে। যেখানে কংগ্রেস পেতে পারে মাত্র ১ টি আসন। একইভাবে, মধ্যপ্রদেশেও NDA বাম্পার জয় পেতে পারে। ওই রাজ্যে ২৮ থেকে ২৯ টি আসন পেতে পারে NDA এবং কংগ্রেস পেতে পারে মাত্র ১ টি আসন।