সোমবার দিন বড়সড় উপহার দিতে চলেছেন প্রধানমন্ত্রী মোদী, কোটি কোটি দেশবাসীর হবে লাভ

বাংলা হান্ট ডেস্কঃ ভারতবর্ষের স্বাস্থ্য ব্যবস্থার হাল-হকিকত করোনা কালে বেশ কিছুটা সামনে এসেছিল। পরিষেবায় যে কতখানি উন্নতির আশু প্রয়োজন রয়েছে তা বলাই বাহুল্য। সেই কারণেই এবার একটি বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার। আগামী ২৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাস্থ্যব্যবস্থাকে আরও উন্নত করতে একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিজিটাল হেলথ মিশনের দেশব্যাপী রোল আউট শুরু হবে ২৭ সেপ্টেম্বর থেকেই।

বৃহস্পতিবার একথা নিজেই ট্যুইট করে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্ডব্য। এদিন নিজের টুইটার হ্যান্ডেল থেকে তিনি লেখেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিজিটাল হেলথ মিশনের দেশব্যাপী রোলআউট ২৭ সেপ্টেম্বর ঘোষণা করবেন। এর আওতায়, মানুষকে একটি অনন্য ডিজিটাল হেলথ আইডি দেওয়া হবে, যাতে ব্যক্তির সমস্ত স্বাস্থ্য রেকর্ড থাকবে।”

প্রথমেই জানাই এই প্রকল্পটি ২০২০ সালেই পাইলট প্রোজেক্ট হিসেবে লাগু করেছিল মোদী সরকার। তবে তখন এর নাম ছিল জাতীয় ডিজিটাল স্বাস্থ্য মিশন বা এনডিএইচএম। এবার এটি দেশব্যাপী বিস্তৃতি পেতে চলেছে।

আসুন দেখে নেওয়া যাক এর মাধ্যমে কি কি সুবিধা পাবেন আপনিঃ

★ প্রথমেই জানাই এই প্রকল্পে আপনাকে একটি অনন্য হেলথ আইডি দেওয়া হবে সরকার তরফে। এই হেলথ আইডির মধ্যে আপনার স্বাস্থ্য সম্পর্কিত যাবতীয় তথ্য, নাম, ঠিকানা, ছবিসহ অত্যাবশ্যকীয় তথ্যগুলি সংরক্ষিত করা হবে।

★ পরবর্তী ক্ষেত্রে এই ডিজিটাল হেলথ আইডি থাকার কারণে আপনার অনুমতি নিয়ে সহজেই চিকিৎসকরা, আপনার স্বাস্থ্য সম্পর্কিত তথ্য পেয়ে যাবেন। যার জেরে সরাসরি উপকার পাবেন আপনি।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর