কোটি কোটি পরিবারে এনে দেবে সুখ-সমৃদ্ধি, জমির মালিকানা দিতে ই-প্রপার্টি কার্ড দেওয়া শুরু

বাংলা হান্ট ডেস্কঃ গ্রামীণ এলাকায় সম্পত্তির মালিকানা সঠিকভাবে পৌঁছে দিতে এর আগেই স্বামীত্ব স্কিম বা সার্ভে অব ভিলেজস এবং ম্যাপিং উইথ ইমপ্রুভাইজড টেকনোলজি উইল ভিলেজ এরিয়া স্কিমের কথা ঘোষণা করেছিল মোদী সরকার। পঞ্চায়েতি রাজ দিবস অর্থাৎ ২৪ এপ্রিল একথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছিল এর মাধ্যমে গ্রামাঞ্চলে বসবাসকারী মালিকদের ই প্রপার্টি কার্ডে সম্পত্তির অধিকার প্রদান করবে সরকার। ড্রোন ব্যবহার করে সমস্ত গ্রামীণ সম্পত্তি জরিপ এবং প্রতিটি গ্রামের জন্য জিআইএস ভিত্তিক মানচিত্র প্রস্তুত করাই ছিল মূল পরিকল্পনা।

সেই সূত্র ধরেই ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছিল দেশের মোট নটি রাজ্যে। যার মধ্যে রয়েছে মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, কর্নাটক, রাজস্থান, মহারাষ্ট্র, পঞ্জাবের মত রাজ্যগুলি। সরকারি তরফে তখনই জানানো হয়েছিল মূলত এখন এই স্কিমকে লাগু করা হচ্ছে পাইলট প্রজেক্ট হিসেবে আগামী দিনে দেশব্যাপী সমস্ত গ্রাম গুলিতেই তা ছড়িয়ে দেওয়া হবে। আজ থেকে এবার গ্রামবাসীদের মধ্যে ‘ই প্রপার্টি কার্ড’ দিতে শুরু করল কেন্দ্রীয় সরকার।

আজ ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানের সূচনা করেন। তিনি জানান মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, কর্নাটক, রাজস্থান, মহারাষ্ট্র, পঞ্জাবের মত রাজ্যগুলিতে খুব দ্রুত কাজ চলছে। প্রায় ২২ লক্ষ পরিবারের কার্ড তৈরি হয়ে গিয়েছে। একইসঙ্গে তিনি বলেন, “গ্রামবাসীরা ব্যাঙ্কে ঋণের জন্য আবেদন করতে পারবেন। অন্যদিকে তাঁদের জীবনধারণের মানও উন্নতি হবে। এর আগে সরকারের তরফে গ্রামোন্নয়নে মহিলাদের স্বনির্ভরের প্রকল্পও নেওয়া হয়েছে। রয়েছে সংসদ আদর্শ গ্রাম যোজনাও। পাশাপাশি ই শ্রম পোর্টালও কাজ করছে।”

pm 1

প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, আগামী দিনে দেশের সমস্ত গ্রামে এই স্কিম লাগু করা হবে। একইসঙ্গে এর মাধ্যমে গ্রামে আরও ভালো বাস্তুতন্ত্র গড়ে উঠবে বলেই দাবি করেন তিনি। ই প্রপার্টি কার্ড থাকলে সম্পত্তিকে আর্থিক ভাবে ব্যবহার করতে অনেক বেশি সুবিধা হবে গ্রামবাসীদের। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও। তাকে সামনে রেখেই প্রধানমন্ত্রী বলেন, মধ্যপ্রদেশে খুব ভালো কাজ হচ্ছে ইতিমধ্যেই ১ লক্ষ ৭০ হাজার পরিবারের ই প্রপার্টি কার্ড তৈরির কাজ শুরু হয়ে গেছে।

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর