সুখবর: মোদি সরকারের পদক্ষেপে নতুন বছরে কমতে চলেছে মোবাইলের দাম

 

বাংলা হান্ট ডেস্কঃ স্মার্ট ফোন পছন্দ করেন না এমন মানুষ আর খুজে পাওয়াই যাবে না। তাই এবার তাই মোবাইল কেনার ক্ষেত্রে বড়োসড়ো সুখবর দিল মোদি সরকার।

জানা গিয়েছে, আসন্ন বাজেটে মোবাইল আমদানির উপরে শুল্ক ২০ শতাংশের মধ্যেই রাখতে চলেছে কেন্দ্রীয় সরকার। টেলিকম মন্ত্রীর রবি শংকর প্রসাদ জানিয়েছেন, “ভারতে আইফোন তাদের নিজস্ব কোম্পানির বিস্তার করবে এবং এই দেশেই এই বিখ্যাত এবং জনপ্রিয় ফোনের সব কাজ হবে।”

২০১৮-২০১৯ সালের বাজেটে মোবাইল ফোনের উপর শুল্কের হার ১৫ শতাংশ থেকে বেড়ে ২০ শতাংশ হয়ে গিয়েছিল। মূলত স্থানীয় ব্যবসায়ীক বৃদ্ধি ও রপ্তানির জন্যই এই শুল্ক চাপানোর বিষয়টি করা হয়েছিল।

modi pti

সরকার বেশ কিছু জিনিস আমদানিতে ১৫ শতাংশ পর্যন্ত শুল্ক এবং সম্পূর্ণ তৈরি ফোনে ২০ শতাংশ শুল্ক আরোপ করেছিল গত কয়েক বছরে। সেলুলার হ্যান্ডসেটগুলি সহ বৈদ্যুতিক প্রচার এর জন্য শুল্ক কাঠামো সহজ করা হয়েছে।

এছাড়াও জানা গিয়েছে, ২০১৪-২০১৫ সালের মোবাইল হ্যান্ডসেটের তৈরীর পরিমাণ ছিল ১৮ হাজার ৯০০ কোটি টাকা যা ২০১৮-২০১৯ সালে বেড়ে দাঁড়িয়েছিল ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকা।

এছাড়াি সব ধরনের বিদেশি মোবাইল কোম্পানি যেমন নকিয়া, ওপো, স্যামসাং, শাওমি সকলেই ভারতে নিজস্ব অফিস তৈরি করেছে, যেখানে শুধুমাত্র মোবাইলের যন্ত্রাংশ লাগানোই নয়, নতুন মোবাইল তৈরিও করা হবে।

ad

সম্পর্কিত খবর