মোদী সরকার এ বার মোবাইল ফোন নিয়ে বড় ঘোষণা করল

বাংলা হান্ট ডেস্ক :এক বছর আগেই বিভিন্ন টেলিকম সংস্থাগুলির তরফে প্রতি মাসে গ্রাহকদের ন্যূনতম রিচার্জ করার কথা জানিয়েছিল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া৷ তাই ন্যূনতম রিচার্জ না করলে ইনকামিং এবং আউটগোয়িং কল বন্ধ হয়ে যাবে এমনটাও নির্দেশিকা জারি হয়েছিল, টেলিকম দুনিয়ার পর এবার মোবাইল ও ল্যান্ডফোন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল ট্রাই৷16053959466cb5eb8243ak

তবে রিচার্জ সংক্রান্ত নয় এ বার রিং হওয়া নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে চলেছে ট্রাই৷ এত দিন অবধি রিং হওয়া নিয়ে এয়ারটেল ভোডাফোন আইডিয়া ও জিও র মধ্যে রীতিমতো যুদ্ধ বেধে গিয়েছিল, এসবের নিষ্পত্তি শেষ করে কেন্দ্রীয় সংস্থার তরফে জানানো হয়েছে এখন থেকে ফোন না ধরলে মোবাইলে 30 সেকেন্ড এবং ল্যান্ড ফোনে এক মিনিট ধরে রিং হবে৷

যদিও এত দিন অবধি মোবাইল বা ল্যান্ড ফোনে রিং হওয়া নিয়ে কোনও নির্দিষ্ট সময় সীমা ছিল না, কিন্তু বিভিন্ন টেলিকম সংস্থাগুলির ফোনের রিং বাজার নিয়ে এতটাই সমস্যা ছিল যে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ জমা পড়ত আর তার পরেই ফোনে রিং হওয়া নিয়ে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিল ট্রাই৷ট্রাইয়ের নির্দেশে এবার থেকে আপনি যে ধরনের সিম কার্ড ব্যবহার করেন না কেন সর্বক্ষেত্রেই মোবাইল ফোনে 30 সেকেন্ড করে রিং বাজবে৷

 

সম্পর্কিত খবর