বাংলা হান্ট ডেস্ক : তাপপ্রবাহের পরিস্থিতিতে নাজেহাল অবস্থা থেকে খুব সহজেই রেহাই পেতে চলেছে সাধারণ মানুষ। তার মধ্যে যদি বিদ্যুৎ চলে যায় সেই চিন্তার নিস্কৃতির দিন কী তবে এসে গেছে?
ট্যারিফ পলিসি চালু করার পুরো প্রস্তুতি নিচ্ছে মোদি সরকার ৷ CNBC আওয়াজের সূত্র অনুযায়ী, পাওয়ার ট্যারিফ পলিসি নিয়ে বেশিরভাগ রাজ্য সহমত প্রকাশ করেছে ৷
এই পলিসি অনুযায়ী, বেশি বিদ্যুৎ গেলে পেনাল্টি দিতে হবে ৷ বিদ্যতের বিলের সঙ্গে সেটি অ্যাডজাস্ট করা যেতে পারে ৷এছাড়াও পলিসি লাগু হওয়ার ৩ বছরের মধ্যে ১০০ শতাংশ স্মার্ট মিটার থাকা জরুরি ৷