“চোখের জল” মুছলো মোদী সরকার, পেঁয়াজের ঝাঁজ এর দাম কমার পথে!

 

বাংলা হান্ট ডেস্ক  :আদা বলে—‘নতুন করে
ঝাঁঝ বাড়াল কে আজ?’
মুখ লুকিয়ে আস্তে করে
রসুন বলে ‘পেঁয়াজ।’
মসলা বলে ‘ওকে ছাড়া
হবে না কি রান্না বাড়া—
এ কোন বাজে রেয়াজ?’
ভীষণ রাগে পেঁয়াজ

ভারত সরকার বাংলাদেশের 2018 ক্ষেত্রে দাম কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। এই অবস্থায় দেশে বিভিন্ন পর্যায়ে তাদের মধ্যে কথা বলে যা জানা গেছে তোর থেকে 80 টাকায় আমদানি করা হয় ভারতীয় পেঁয়াজ 65 থেকে 70 টাকা কেজি দরে বিক্রি এক লাফে এতটা পেঁয়াজের দাম বৃদ্ধি দেখে চড়কগাছ অনেক বাণিজ্যিক মহলের।

IMG 20190927 200406 1

ইতিমধ্যেই সুখবর আসতে চলেছে ভারতের জন্য আফগানিস্থান থেকে পাকিস্তানের পথ ধরে ভারতে ঢুকতে চলেছে 30 থেকে 35 ট্রাক। পিঁয়াজ আফগান ব্যবসায়ীরা জানিয়েছেন যতক্ষণ না ভারতে দাম কিলো প্রতি 30 থেকে 35 টাকা হচ্ছে ততদিন তোরা এই আমদানি করবেন।
অমৃতসর এবং লুধিয়ানায় আফগানি পিঁয়াজ থেকে 35 টাকা দরে বিক্রি হচ্ছে বলে খবরে প্রকাশ। সূত্র মারফত জানা যাচ্ছে যার ফলে নতুন খারিফ ফসল বাজারে আসার আগেই পেঁয়াজের দামে লাগাম টানা সম্ভব হবে। থেকে বেশি পেয়ে গেছে মহারাষ্ট্রের নাসিকের কিন্তু প্রচন্ড বৃষ্টিতে অর্ধেক ফসল নষ্ট হয়ে যাওয়ায় পেঁয়াজ চাষীদের মাথায় হাত। সরকারি ভাবে মহারাষ্ট্র ছাড়া দক্ষিণ ভারত মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ গুজরাটের প্রবল বৃষ্টির ফলে নতুন ফসল উঠতে দেরি হয়েছে তাই নভেম্বরের আগে দাম আগের মত কম হওয়ার সম্ভাবনা কম। ইতিমধ্যে এই পেঁয়াজের আফগান থেকে আমদানিকৃত ফলাফল মানুষের চোখের জল কমাবে বলে আশা করছে বাণিজ্যিক মহল।

সম্পর্কিত খবর