বাংলাহান্ট ডেস্কঃ শনিবার রাতে জম্মু বিমানবন্দরে (Jammu Airbase) বায়ুসেনা নিয়ন্ত্রিত টেকনিক্যাল এরিয়ায় (Air Force Station) জোড়া বিস্ফোরণ ঘটে যায়। এই ঘটনায় এখনও তদন্ত চলছে। বড়সড় নাশকতার ছক ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এবার এই ঘটনার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন AIMIM সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েইসি (asaduddin owaisi)।
গত শনিবার রাত ২ টো নাগাদ বায়ুসেনা নিয়ন্ত্রিত টেকনিক্যাল এরিয়ায় জোড়া বিস্ফোরণ কান্ডে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। বিস্ফোরণের তীব্রতা এতোটাই বেশি ছিল, যে বহুদূর থেকেও সেই আওয়াজ স্পষ্ট শোনা গিয়েছিল। এই ঘটনায় কেউ নিহত না হলেও, আহত হয়েছেন দুজন।
তবে এই ঘটনা কে বা কারা ঘটিয়েছে তা এখনও জানতে পারা যায়নি। তবে বিপুল জম্মু-কাশ্মীর পুলিশের হাতে বিপুল পরিমাণ আইইডিসহ গ্রেফতার হওয়া ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় ওই ব্যক্তির কোন যোগ আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
Long distance covered by the drones makes it seem like it's either American or Chinese. It's a Pulwama-like attack on Jammu Airbase. Responsibility falls on Govt. What are they talking about with Pak? Will Modi govt retaliate? It should, as it did after Pulwama: A Owaisi, AIMIM pic.twitter.com/wnIom6iKZi
— ANI (@ANI) June 28, 2021
এই ঘটনার পরবর্তীতে বিস্ফোরক মন্তব্য করেন আসাদউদ্দিন ওয়েইসি। এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি বলেন, ‘ড্রোনগুলো অনেক দূর থেকে আসার ফলে সেগুলো আমেরিক বা চীনে তৈরি তা স্পষ্ট হয়ে গেছে। ঠিক পুলওয়ামার মত করেই জম্মুর বায়ুসেনা ঘাঁটিতে হামলা করা হয়েছে’।
এরপরই তিনি মোদী সরকারের দিকে তোপ দেগে বলেন, ‘পাকিস্তানের সঙ্গে কি আলোচনা করা হয়েছে? এই হামলার জবাব কি মোদী সরকার দেবে? সরকারের উচিৎ, পুলওয়ামা হামলার পর যেমন করে বদলা নেওয়া হয়েছিল, ঠিক সেভাবেই জবাব দেওয়ার’।