বাংলা হান্ট ডেস্ক : এতদিন অবধি পশ্চিমবঙ্গে প্রশাসনের তরফ থেকে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে একাধিক অ্যাপ ও প্রযুক্তির সাহায্যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল৷ এবার সেই তালিকায় যুক্ত হল জম্মু ও কাশ্মীর৷ জম্মু ও কাশ্মারের ওপর থেকে 370 ধারা প্রত্যাহারের সময় থেকেই উপত্যকার মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রের তরফে একাধিক প্রস্তাব দেওয়া হয়েছিল৷ তাই জম্মু ওকাশ্মীর দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সেই ব্যবস্থা চালু করা হবে বলেও জানানো হয়েছিল৷ তাই বঙ্গ শিশুকন্যা দিবস উপলক্ষ্যে উপত্যকায় চালু হল পিঙ্ক ক্যাব৷ রাজৌরিতে এই পিঙ্ক ক্যাবের উদ্বাধন করল রাজৈরির মোটর ভেহিক্যাল দফতর৷
আসলে স্কুল কলেজে বা কর্মক্ষেত্রে যেভাবে মহিলাদের বিভিন্ন দিক থেকে হেনস্থা করা হয় এবং সমস্যার মুখে পড়তে হয় তা থেকে খানিকটা রেহাই দিতে এবং মহিলাদের নিরাপত্তা সুন্শিচিত করতেই রাজৌরির প্রশাসনের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে৷ তাইতো বিশেষ ভাবে তৈরি করা হয়েছে এই পিঙ্ক ট্যাক্সি৷ শিশু কন্যাদের অনেকদূর এগিয়ে নিয়ে যেতে এটি তাঁদের এক অনন্য প্রয়াস৷ আসলে বেশ কয়েবছর ধরে সমীক্ষা চালিয়ে রাজৌরির প্রশাসন দেখেছে মহিলাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে সমস্যার মুখে পড়তে হচ্ছে, বিশেষ করে রাস্তাঘাটে৷ তাই তাঁরা এই অভিনব পদক্ষেপ গ্রহণের চিন্তা ভাবনা শুরু করে৷
সকাল আটটা থেকে রাত আটটা অবধি এই পিঙ্ক ক্যাবের পরিষেবা দেওয়া হবে বলেই সূত্রের খবর৷ যাতে সমস্ত ছাত্রীরা এবং মহিলারা এই ক্যাব ব্যবহার করতে পারেন তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়্ছে বলেও জানা গিয়েছে রাজৌরির প্রশাসন তরফে৷