বাংলাহান্ট ডেস্কঃ পরিযায়ী শ্রমিকদের কাজে ফেরাতে উদ্যোগী হল নরেন্দ্র মোদির (narendra Modi) সরকার। ৬ রাজ্যের ১১৬ জেলার পরিযায়ী শ্রমিকদের জন্য ৫০ হাজার কোটি টাকার প্ল্যান ঘোষনা করল কেন্দ্রীয় সরকার।
২৪ মার্চ হঠাৎ করেই দেশব্যাপী লকডাউন ঘোষনা করেছিলেন নরেন্দ্র মোদি। হাতে সময় ছিল মাত্র ৪ ঘন্টা। স্বভাবতই ভারতের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরতে পারেন নি। অন্য প্রদেশে কাজ হারিয়ে নিজের দেশেই তারা হঠাৎ করেই হয়ে যান পরবাসী।
এরপর সময় যত গড়িয়েছে, শ্রমিকদের দূর্দশা চরমে উঠেছে। বহু পরিযায়ী শ্রমিক শেষ পর্যন্ত পায়ে হেঁটে বাড়ির দিকে পাড়ি দেন। পথেই অনাহার ও অত্যাধিক পরিশ্রমে অনেকের মৃত্যু হয়৷ শ্রমিক স্পেশাল ট্রেন চালু করলেও তাতেও সুব্যবস্থা ছিলনা। ফলে পরিযায়ী শ্রমিক ইস্যুতে বারবার মুখ পুড়েছে সরকারের। তাই এবার পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থান করতে উদ্যোগী হল সরকার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘গরীব কল্যাণ রোজগার যোজনা’ এর অন্তর্ভুক্ত এই প্ল্যানটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে চালু করতে চলেছে ২০ জুন। সরকারের করা সার্ভের ভিত্তিতে ১১৬ টি জেলাকে বেছে নেওয়া হয়েছে বলে জানা গেছে। এই প্রসঙ্গে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, এই ১২৫ দিনের ক্যাম্পেনটি ‘কার্যকরী ও কেন্দ্রীভূত বাস্তবায়ন ‘, যা ২৫ ধরনের কাজের সাথে যুক্ত পরিযায়ী শ্রমিকদের জন্য গ্রামেই কর্মসংস্থান তৈরি করবে।
জানা যাচ্ছে, কেন্দ্রীয় সরকার একত্রে এই জেলা গুলি নির্দিষ্ট করেছে। আগামী চার মাসে শ্রমিকদের কষ্ট লাঘবের জন্য এখানে বিরাট পরিকাঠামো গড়ে উঠবে। এই ম্যাপ অনুযায়ী বিহারে সব চেয়ে বেশী জেলা চিহ্নিত করা হয়েছে। তার পরেই আছে উত্তরপ্রদেশ।