এবার ভিখারি মুক্ত হবে দেশ! বড়সড় পরিকল্পনা মোদি সরকারের

বাংলাহান্ট ডেস্ক: ‘ভিক্ষাবৃত্তিমুক্ত ভারত’ এর লক্ষ্যে বড় পদক্ষেপ গ্রহণ করল মোদি সরকার। কেন্দ্রের (Central Government) পক্ষ থেকে এই লক্ষ্যে প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে ৩০টি শহরকে। উত্তরের অযোধ‌্যা থেকে দক্ষিণের তিরুবনন্তপুরম, পূর্বের গুয়াহাটি থেকে পশ্চিমের ত্রম্ব‌্যকেশ্বর রয়েছে কেন্দ্রের তালিকায়। এই শহরগুলোকে ২০২৬ সালের মধ্যে ‘ভিখারিমুক্ত’ করাই সরকারের লক্ষ্য।

বিশেষ করে মহিলা এবং শিশুদের ভিক্ষা (Beggar) করা থেকে আটকাতে বিশেষ উদ্যোগ সরকারের। সূত্রের খবর, প্রাথমিকভাবে যে ৩০ টি শহরকে চিহ্নিত করা হয়েছে সেখানে সমীক্ষা চালানো হবে। এই সমীক্ষার মাধ্যমে খতিয়ে দেখা হবে কোন শহরে ভিখারির সংখ্যা বেশি, শহরের কোথায় ভিখারিদের হটস্পট রয়েছে ইত্যাদি বিষয়।

আরোও পড়ুন : ভাঙবে পাঠান, জওয়ানের রেকর্ড! অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পাচ্ছে ‘পুষ্পা ২’, দিন ঘোষণা আল্লু অর্জুনের

এই সমীক্ষায় যে ফল উঠে আসবে, তার ওপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। পুনর্বাসনের ব্যবস্থা করা হবে ভিখারিদের। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কাজ পরিচালিত হচ্ছে  ‘সাপোর্ট ফর মার্জিনালাইজড ইনডিভিজুয়ালস ফর লাইভলিহুড অ‌্যান্ড এন্টারপ্রাইজেস’ তথা ‘স্মাইল’ প্রকল্পের আওতায়।

আরোও পড়ুন : ২৪ কোটিতে সাজবে তারকেশ্বর, নবদ্বীপ নামের জন্য অনুমোদন ২১ কোটি! নয়া চমক এবার রেলের

কেন্দ্রীয় সরকার একটি ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ নিয়ে আসতে চলেছে এই কাজের তদারকি ও সফল বাস্তবায়নের জন্য। এই ওয়েবসাইট ও অ্যাপে থাকবে সব রকম তথ্য। এই অ্যাপ ও পোর্টাল লঞ্চ হবে ফেব্রুয়ারি মাসে। সূত্রের খবর, ধর্মীয়, ঐতিহাসিক ও পর্যটন গুরুত্বের নিরিখে প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে ৩০ টি শহরকে।

beggar

আগামী দু বছরে এই তালিকায় আরো শহর যুক্ত হবে। অযোধ্যা, কাংড়া, ওমকারেশ্বর, উজ্জয়িনী, সোমনাথ, পাভাগড়, ত্র‌্যম্বকেশ্বর, বোধগয়া, গুয়াহাটি , মাদুরাই, বিজয়ওয়াড়া, কেভাদিয়া, শ্রীনগর, নামসাই, কুশিনগর, সাঁচি, খাজুরাহো, জয়সলমের, তিরুবনন্তপুরম, পুদুচেরি, অমৃতসর, উদয়পুর, কটক, ইন্দোর, সিমলা ও তেজপুর রয়েছে এই তালিকায়।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর