চীন, জাপানের পর এবার ইরানে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনবে মোদী সরকার, প্রশংসায় মুখর আন্তর্জাতিক মহল

বাংলাহান্ট ডেস্কঃ চীনের (Chaina) উহান (Wuhan) শহরে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের (Corona Vairas) এখন নতুন ঠিকানা হল ইরান (Iran)। চীনের পর এবার ইরানে ব্যপকহারে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। এই রোগে ইরানের উপরাষ্ট্রপতি মাসুমে ইফতিখারও (Masuma Iftekhar) আক্রান্ত হয়ে পড়েছেন। এছাড়াও ইরানের উপস্বাস্থ্য মন্ত্রীর দেহেও করোনা ভাইরাসের সংক্রমক দেখা গিয়েছে। চীনের পর ইরানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সবথেকে বেশি মানুষ মারা গেছেন।

download 1 41

ইরানে এখনও অবধি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৪৩ জনরেও বেশি মানুষ। এই অবস্থায় ইরানে আটকে পড়া ভারতীয়দের ভারতে (India) ফিরিয়ে আনার ব্যবস্থা করছেন ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ইরানে অবস্থিত ভারতীয় রাজদূত ধামু গদ্দাম বলেন, ‘ভারত সরকার ইরানে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনার বন্দোবস্ত করছেন। এবং এই বিষয়ে ইরানের আধিকারিকদের সঙ্গে কথাবার্তা বলছেন’।

কিছুদিন আগে চীনের উহানে আটকে থাকা ভারতীয় শুধু নয়, বিদেশিদেরও বিমান মারফৎ ফিরিয়ে এনেছিলেন নরেন্দ্র মোদী। যার মধ্যে বাংলাদেশ (Bangladesh), মায়নমার, মালদ্বীপ (Maldives), দক্ষিণ আফ্রিকা, আমেরিকা (America) এবং মাদাগাস্কারের বহু অধিবাসী ছিলেন। চীনে মহামারির আকার ধারণ করা করোনা ভাইরাস সমগ্র পৃথিবীতে ৮৫ হাজারেরও বেশি মানুষকে আক্রান্ত করেছে। এই ভয়ঙ্কর করোনা ভাইরাস ইরানে ভালোই বিস্তার লাভ করেছে। আর সেই কারণে ভারত-ইরান বিমান পরিষেবা আগে থাকতেই বন্ধ করে দিয়েছে ভারত সরকার।

পশ্চিম এশিয়াতে করোনা ভাইরাসে এখনও অবধি ৭২০ র বেশি মামলা সামনে এসেছে, যার মধ্যে বেশির ভাগটাই ইরানে। এই ক্ষতিকারক করোনা ভাইরাসের প্রভাবে ভারত সরকার আগে থাকতেই জাপান (Japan) এবং দক্ষিণ কোরিয়ার (South Korea) নাগরিকদের VISA অস্থায়ীভাবে বন্ধ করে দিয়েছিল।

কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবারকল্যাণ মন্ত্রালয় তাঁদের নাগরিকদের জানায়, সম্ভব হলে দক্ষিণ কোরিয়া, ইটালি (Italy), ইরানে না যেতে। আশা করা যাচ্ছে খুব দ্রুতই দেশের আধিকারিকরা এই বিষয়ে কথাবার্তা বলবেন। এবং ইরানে আটকে থাকা ভারতীয় নাগরিকদের সুস্থভাবে দেশে ফিরিয়ে এনে করোনা আতঙ্ক থেকে মুক্ত করবেন।


Smita Hari

সম্পর্কিত খবর