যুদ্ধস্তরে কাজ করছে মোদী সরকারঃ ইতালি, দুবাই থেকে ফিরিয়ে আনা হল ভারতীয় নাগরিকদের

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ আতঙ্কে মধ্যেও বিদেশ থেকে দেশের নাগরিকদের ফিরিয়ে আনল ভারত। আজ সকালেই ইতালি থেকে দিল্লী এবং দুবাই থেকে কলকাতায় ফিরিয়ে আনা হল বহু ভারতীয় নাগরিকদের। আতঙ্কে রয়েছে গোটা বিশ্ব। প্রাণের ভয়ে গৃহ বন্দী হয়ে রয়েছেন সকল দেশের নাগরিক। লকডাউন ঘোষণা করেছে বহু দেশ। ভারতেও (India) তিন রাজ্যে লকডাউন ঘোষণা করা হয়েছে। সংকটজনক পরিস্থিতিতে আজ অর্থাৎ সমগ্র ভারত জুড়ে জনতা কার্ফুর (Janata curfew) ডাক দিয়েছে ভারত সরকার। কেন্দ্র রাজ্য মিলিতভাবে লড়ে চলেছে করোনা (COVID-19) পরিস্থিতি মোকাবিলা করার জন্য।

 

ভারতে এখনও অবধি করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৩২ জন এবং মৃতের সংখ্যা ৫। এই পরিস্থিতিতেও ভারত সরকার বিদেশ থেকে দেশের নাগরিকদের দেশে ফিরিয়ে আনছেন। আক্রান্ত দেশ থেকে নাগরিকদের মুক্ত করার জন্য এখনও বিমনা পাঠানো হচ্ছে। আজ সকালেই মধ্যে ইতালির রোম থেকে ২৬৩ জন ভারতীয় নাগরিকদের বিমান মারফত দিল্লীতে ফিরিয়ে আনা হয়েছে। যাদের এখন স্বাস্থ্য পরীক্ষার জন্য বিভিন্ন হাসপাতালে রাখা হয়েছে।

এদিকে আবার দুবাই থেকে বেশ কয়েকজন ভারতীয়কে বিমনা মারফত দেশে ফিরিয়ে আনা হল কলকাতায়। যাদের রাজারহাটের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এই সকল ব্যক্তি করনায় আক্রান্ত কিনা তা পরীক্ষা করা হচ্ছে। করোনা পরিস্থিতি সামাল দিতে ভারত সরকারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে বিভিন্ন দেশের প্রধানরা। তাঁরা এখন ভারতের পথ অনুসরণ করে হ্যান্ড সেকের বদলে হাত জোড় করে নমস্কারের পথ বেছে নিয়েছে।

চীনের লকডাউনের পথ অনুসরণ করে আবার ভারত বিভিন্ন জায়গায় লকডাউন ঘোষণা করেছে। নাগরিকদের সুস্থ রাখার জন্য বাড়ি থেকে বেরোতে বারণ করেছে ভারত সরকার। এর পাশাপাশি বিভিন্ন জনবহুল প্রতিষ্ঠানও বন্ধ রাখা হয়েছে। কেন্দ্রের পাশাপাশি রাজ্যও করোনা পরিস্থিতি মোকাবিলা করার জন্য বিভিন পন্থা অবলম্বন করেছে।

X