বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের (Coronavirus) আতঙ্কে বিশ্ব আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছে। মহামারির আকার ধারণ করা এই রোগকে WHO এই রোগকে মহামারি বলে ঘোষণা করেছে। বিভিন্ন দেশের অর্থনৈতিক ব্যবস্থাতেও এর প্রভাব পড়েছে। কিন্তু ভারতের (India) অর্থনৈতিক ব্যবস্থায় যাতে এর প্রভাব না পড়ে সেই জন্য ভারত সরকার উঠে পড়ে লেগেছে।
করোনা ভাইরাসকে ‘নোটিফায়েড ডিজাস্টার’ বলে ঘোষণা করেছে কেন্দ্র সরকার। এরই সাথে মৃতদের পরিবার পিছু ৪ লাখ টাকা করে অনুদান দেওয়ার কথাও ঘোষণা করেছে কেন্দ্র সরকার। যে কোন রকম পরিস্থিতিতে ভাইরাসের হাত থেকে মোকাবিলা করার জন্য সব রকমভাবে তৈরি সরকার। প্রয়োজনীয় মাস্ক, স্যানেটাইজার মজুত রাখা হচ্ছে। সকল নাগরিককে করোনা ভাইরাসের থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন পন্থা অবলম্বনও করতে বলা হয়েছে।
করোনা ভাইরাসকে দিল্লি (Delhi) ও হরিয়ানায় মহামারি বলে আখ্যা দেওয়া হছে। মহারাষ্ট্র, কর্নাটক এবং রাজস্থানে (Rajasthan) সমস্ত স্কুল, সুইমিংপুল, জিম, প্রেক্ষাগৃহ, পার্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার। ইতিমধ্যেই ভারতে এই রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩। যাদের মধ্যে ৬৬ জন ভারতীয় নাগরিক, ১৬ জন ইটালীয় এবং ১ জন কানাডার অধিবাসী। করোনার পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আজ সন্ধ্যা ৬টায় বৈঠকে বসছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।
ভারতে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে এই রোগ। কেন্দ্র সরকারও এই রোগ প্রতিরোধে সক্রিয় ভূমিকা গ্রহণ করছে।এই মারণ রোগের হাত থেকে মুক্তি পাবার জন্য বিদেশের ভিসা বাতিল করে দেয় কেন্দ্র সরকার। বর্তমানে দিল্লীতে (Delhi) আগামী ৩১ শে মার্চ অবধি সমস্ত স্কুল কলেজ বন্ধ রাখার সিধান্ত নেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) সরকার। এর পাশাপাশিও কলকাতারও বহু বেসরকারী প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।