যুবকদের কথা ভেবে মোদী সরকারের দুর্দান্ত প্রকল্প! ইতিমধ্যেই লাভবান হয়েছেন কয়েক লক্ষ মানুষ

বাংলা হান্ট ডেস্ক: দেশের (India) মানুষদের সুবিধার্থে ইতিমধ্যেই একের পর এক গুরুত্বপূর্ণ প্রকল্প পরিচালনা করছে কেন্দ্রীয় সরকার (Central Government)। যার ফলে প্রত্যক্ষভাবে লাভবান হচ্ছেন সাধারণ মানুষ। ঠিক সেই রেশ বজায় রেখেই সরকার যুবকদের জন্যও অনেকগুলি প্রকল্প শুরু করেছে। যার মাধ্যমে উপকৃত হচ্ছেন লক্ষ লক্ষ জন।

সেই প্রকল্পগুলির মধ্যেই অন্যতম একটি হল প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (Pradhan Mantri Kaushal Vikas Yojana, PMKVY)। এই স্কিমের মাধ্যমে, মোদী সরকার স্কিল ডেভেলপমেন্টের উদ্দেশ্যে লক্ষ লক্ষ তরুণকে সংযুক্ত করেছে এবং তাঁদের কর্মসংস্থানের জন্যও তৈরি করা হচ্ছে।

কৌশল বিকাশ যোজনা: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (PMKVY) হল ২০১৫ সালে শুরু করা একটি প্রকল্প। PMKVY-এর উদ্দেশ্য হল যুবকদের স্কিল ডেভেলপমেন্ট সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান করা। ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের (NSDC) মাধ্যমে বাস্তবায়িত এই স্কিমটিতে ৪০ মিলিয়নেরও বেশি যুবকদের প্রয়োজনীয় কৃষি দক্ষতা সহ বিভিন্ন দিকে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে।

স্কিল ট্রেনিং: মূলত, PMKVY ভারতীয় যুবকদের শিল্প প্রাসঙ্গিক স্কিল ট্রেনিং অর্জনে সক্ষম করে যা তাঁদের উন্নত জীবিকার ক্ষেত্রে সহায়তা প্রদান করে। ইতিমধ্যেই PMKVY ভারত জুড়ে লক্ষ লক্ষ মানুষকে বিশেষ করে গ্রামীণ এবং মফঃস্বল এলাকায় স্কিল ট্রেনিং প্রদানে সফল হয়েছে।

উল্লেখ্য যে, এই স্কিমটি স্কিলের ব্যবধান দূর করতে এবং যুবকদের কর্মসংস্থানের উন্নতিতেও সাহায্য করেছে। এছাড়াও, PMKVY বিভিন্ন সেক্টরে দক্ষ কর্মশক্তির ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছে। যা সামগ্রিকভাবে অর্থনীতির উন্নয়নের জন্য অত্যন্ত অপরিহার্য।

Modi government's big scheme thinking about the youth

বয়স: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, PMKVY প্রকল্পটি ১৫ থেকে ৫৯ বছর বয়সী সমস্ত ভারতীয় নাগরিকদের জন্য উন্মুক্ত রয়েছে। এই প্রকল্পটি উৎপাদন, কৃষি, নির্মাণ সহ বিভিন্ন সেক্টরে একাধিক স্কিল ডেভেলপমমেন্টের কোর্স উপলব্ধ করে। PMKVY স্কিমে অনলাইন মাধ্যমে রেজিস্ট্রেশন করা যায়। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, PMKVY স্কিমে নাম নথিভুক্ত করার জন্য কোনো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতারও প্রয়োজন নেই। যদিও, নির্দিষ্ট কিছু ট্রেনিং প্রোগ্রামের ক্ষেত্রে শিক্ষাগত প্রয়োজনীয়তা রয়েছে।

ad

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর