বাংলাHunt : গতকাল ভারতবর্ষে লোকসভা নির্বাচনের শেষ পর্যায়ে ভোট শেষ হয়েছে। তারপর বিভিন্ন বেসরকারি সংবাদ মাধ্যম তারা সারা ভারত জুড়ে সার্ভে করে দেখেছেন, ফের ক্ষমতায় আসতে চলেছে মোদী সরকার কিন্তু সম্ভাব্য মাত্র, কারণ ২৩ তারিখের রেজাল্ট এর পর বোঝা যাবে দিল্লির সিংহাসনে কে বসেন। বিজেপি নেতৃত্ব দাবি তারা ক্ষমতায় এসেছে এবং সমীক্ষায় দেখা যাচ্ছে ফের ক্ষমতায় আসতে চলেছে মোদী সরকার,
অন্য শরিক দল তারাও তাদের সাথে যোগাযোগ রাখছেন এবং মোদি ক্ষমতায় আসার পর বেশ কয়েকটি আঞ্চলিক দল তারা NDA কে সমর্থন করতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে গতবারের থেকে বেশি ভোটে টপকে যাবে এবারের ২০১৯।দিল্লিতে সরকার গঠন করা জন্য এখন ও ২৩ তারিখ অপেক্ষা করতে হবে৷ এনডিএ না ইউপিএ নাকি আঞ্চলিক দল নিয়ে দিল্লিতে মসনদে বসে। সেই দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। এদিকে বিজেপিতে ছোট ছোট আঞ্চলিক দল গুলো থেকে একাধিক বিধায়ক যোগদান করতে পারে বলে শোনা যাচ্ছে। এদিকে বাংলায় থেকে তৃনমূল ও কংগ্রেস একাধিক বিধায়ক ও যোগাযোগ রাখছে বলে সূত্রের খবর।
৩০০+নিয়ে মোদী সরকার গঠন করলে বিজেপিতে যোগদান দেশ জুঁড়ে
সম্পর্কিত খবর