বাংলাহান্ট ডেস্কঃ পেট্রোল-ডিজেলের (Petrol Diesel) আকাশছোঁয়া মূল্য থেকে স্বস্তি পেতে চলেছে দেশবাসী। এবার বিকল্প হিসাবে ইথানলকে (Ethanol) স্ট্যান্ডেলোন জ্বালানী (standalone fuel) হিসেবে ব্যবহারের অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। পেট্রোলিয়াম মন্ত্রণালয় একটি নির্দেশিকা জারি করে তেল বিপণন সংস্থা গুলিকে এবার সরাসরি E-100 ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। তবে এই জ্বালানী শুধুমাত্র E-100 সামঞ্জস্যপূর্ন যানবাহনেই ব্যবহার করা যাবে। এর ফলে ঊর্ধ্বমুখী পেট্রোল-ডিজেলের মূল্য থেকে স্বস্তি পেতে চলেছে গোটা দেশ।
এদিন কেন্দ্রীয় সরকারের (Modi Govt) পেট্রোলিয়াম মন্ত্রক ইথানলকে স্ট্যান্ডেলোন জ্বালানী হিসাবে ঘোষণা করেছে। এবার থেকে সংস্থা গুলি পেট্রোল ও ডিজেলের ন্যায় E-100 জ্বালানিও সরাসরি বিক্রি করতে পারবে। এর জন্য কেন্দ্রীয় সরকার মোটর স্পিরিট এবং হাই-স্পিড ডিজেল অর্ডার ২০০৫ (motor spirit and high-speed diesel order 2005) সংশোধন করেছে।
সরকারের এহেন সিদ্ধান্তের কারণে আমজনতার পাশাপাশি উপকৃত হবে চিনি উৎপাদনকারী সংস্থা, ওএমসি (OMC) এবং ইথানল সংস্থাগুলি। উদ্বৃত্ত মজুত ব্যবহার এবং ইথানল উৎপান থেকে তারা উপকৃত হতে চলেছে। এর পাশপাশি এর থেকে দেশের কৃষকরাও উপকৃত হবেন।
ইথানল কিভাবে তৈরি হয় ?
ইথানল একধরনের অ্যালকোহল। যা পেট্রোলে মিশ্রিত হলে জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়। ইথানল মূলত আখের ফসল থেকেই উৎপাদিত হয়। তবে অন্যান্য চিনির ফসল থেকেও প্রস্তুত করা যেতে পারে। এটি কৃষি ও পরিবেশ উভয়ের জন্য উপকারী। ইথানল এমন একটি শক্তি যা নবায়নযোগ্য। কারণ দেশে কখনই আখের ফসলের ঘাটতি হতে পারে না।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা